নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যেভাবে তাপমাত্রার পারদ বৃদ্ধি পাচ্ছে তাতে ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা। মে মাসের শুরু থেকেই এমন আশঙ্কার পূর্বাভাস দেওয়া হয়েছিল, তবে সেই আশঙ্কার পূর্বাভাস যে এতটা সত্যি হয়ে যাবে তা কেউ ভেবে উঠতে পারেননি। বর্তমানে দক্ষিণবঙ্গের সব জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রীর উপরে, কোন কোন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪৬°। সব জেলাতেই বইছে তাপপ্রবাহ থেকে তীব্র, অতি তীব্র তাপপ্রবাহ (Heatwave)।
শুধু দক্ষিণবঙ্গ বললে ভুল হবে, কেননা তাপপ্রবাহের এই বিষ এখন দক্ষিণবঙ্গ ছাড়িয়ে উত্তরবঙ্গের জেলাতে জেলাতেও পৌঁছাতে শুরু করেছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ছাড় পাচ্ছে না গরম থেকে, আবার তাপপ্রবাহ থেকে ছাড় পাচ্ছে না উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা। তবে এসবের মধ্যেই রবিবার রাজ্যের তিন জেলায় বৃষ্টির (Rainfall Forecast) পূর্বাভাস দিল হাওয়া অফিস।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার তীব্র তাপপ্রবাহ থাকবে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। দক্ষিণবঙ্গের অন্যান্য যে সকল জেলা রয়েছে অর্থাৎ পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় তাপপ্রবাহ বজায় থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে থাকবে তাপপ্রবাহ।
রবিবার উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে মূলত গরমের কথা মাথায় রেখে। ওই সকল জেলায় রবিবার যে পরিস্থিতি দেখা যাবে তা হল উষ্ণ ও আর্দ্র আবহাওয়া। তবে এরই মধ্যে পশ্চিমবঙ্গের যে তিন জেলায় রবিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই তিন জেলা হলো দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। এই তিন জেলায় বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ এবং ঝড়ের সম্ভাবনাও রয়েছে।
তবে পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দেখা মিললেও তার ছিটেফোঁটা প্রভাবও এসে পৌঁছাবে না উত্তরের সমতল এলাকায় অথবা দক্ষিণবঙ্গে। যে কারণে আগামী ১ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের কোন জেলাতেই স্বস্তির খবর নেই। বরং দিন দিন অস্বস্তি বাড়বে বলেই হাওয়া অফিসের তরফ থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আর এই পরিস্থিতিতে সকাল ১১ টা থেকে বিকাল ৪টে পর্যন্ত খুব জরুরী ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বিশেষজ্ঞদের তরফ থেকে।