এক নাগাড়ে বৃষ্টি! এই সকল জেলায় দুর্যোগের আশঙ্কা, কখন মুক্তি, জানাল হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জোড়া অবস্থানের কারণে সোমবার থেকে নতুন করে বৃষ্টি (Rain) বেড়েছে দক্ষিণবঙ্গে। বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে দক্ষিণবঙ্গের কলকাতা সহ একাধিক জেলা সোমবার থেকেই দফায় দফায় ভিজেছে। এই বৃষ্টি কতদিন চলবে তা নিয়ে হাওয়া অফিসের (IMD) তরফ থেকে লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে। এছাড়াও তাপমাত্রার পারদ কেমন থাকবে তাও জানানো হয়েছে।

সোমবারের মতো মঙ্গলবারও বৃষ্টি দিয়ে কলকাতায় সকাল শুরু হয়েছে। ভোর থেকেই কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে, মঙ্গলবার দিনের অধিকাংশ সময়ই কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘে ঢাকা থাকবে। এছাড়াও বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। এই বৃষ্টি কবে থামবে তাও জানিয়েছে হাওয়া অফিস।

একটি মৌসুমী অক্ষরেখা দীঘা ও বাঁকুড়ার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াও উত্তর পশ্চিম বঙ্গোসাগরে একটি ঘূর্ণাবর্তের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। এর থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বিহার পর্যন্ত বিস্তৃত। বঙ্গোপসাগরে যে সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছিল তা এখন উড়িষ্যার দিকে এগোচ্ছে এবং মঙ্গলবার নিম্নচাপে পরিণত হবে। হাওয়া অফিসের বার্তা অনুযায়ী, মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপ অক্ষরেখার কারণে রাজ্যে বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপ অক্ষরেখার কারণে সোমবার থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই লক্ষ্য করা যাবে। অপেক্ষাকৃত বৃষ্টির পরিমাণ বেশি থাকবে উপকূলবর্তী এলাকা এবং পশ্চিমের জেলাগুলিতে। এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা ঘাটতি হবে না বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। বৃষ্টি হওয়ার আগে অর্থাৎ রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে যে অসহ্য গরম ছিল তা কিছুটা হলেও কমবে। তবে তাপমাত্রার পারদ সর্বনিম্ন ২৬ এবং সর্বোচ্চ ৩১° সেলসিয়াস থাকতে পারে।