ফের বৃষ্টি, ফের জাঁকিয়ে শীতের পূর্বাভাস দিলো হাওয়া অফিস

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বৃহস্পতিবার অন্যান্য দিনের তুলনায় কিছুটা হলেও তাপমাত্রার পারদ বেড়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। তবে এখনই শীতের বিদায় ঘন্টা বাজে নি। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। বরং হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে বৃষ্টি এবং পুনরায় জাঁকিয়ে শীতের।

Advertisements

Advertisements

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩° কম। গত বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২° কম।

Advertisements

পূর্বাভাস হিসাবে বলা হয়েছে, রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঐদিন আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টি হতে পারে। সোমবার থেকে পুনরায় নামবে তাপমাত্রার পারদ। সর্বনিম্ন তাপমাত্রা পুনরায় ১৪ ডিগ্রীর নিচে নেমে যেতে পারে।

শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৯ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩° কম। গত বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রী সেলসিয়াস।

পূর্বাভাস হিসাবে জানানো হয়েছে, রবিবার দিন ভর মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টির সম্ভাবনার কথা। সোমবার আকাশ পরিষ্কার হলেই তাপমাত্রার পারদ নামবে। পুনরায় তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির নিচে চলে যাবে।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমীঝঞ্জা ঢুকেছে। আর এই পশ্চিমীঝঞ্ঝা সরে যেতেই তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারতে। আর সেই শীতল হাওয়া ঢুকে পড়বে পশ্চিমবাংলায়। যে কারনেই পুনরায় জাঁকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে।

Advertisements