Rain forecast: অপেক্ষার অবসান, শনিতে বৃষ্টি নামবে রাজ্যের এই ৫ জেলায়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : তাপপ্রবাহে (Heatwave) পুড়ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। পরিস্থিতি দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। তবে এরই মধ্যে আশার আলো দেখিয়ে বৃহস্পতিবার কেরলে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। কেরলে মৌসুমী বায়ু প্রবেশ করার সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গের বাসিন্দারাও বৃষ্টি নিয়ে আশার আলো দেখতে শুরু করেছেন।

Advertisements

মৌসুমী বায়ুর কেরলে প্রবেশ নিয়ে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “বৃহস্পতিবার কেরলে বর্ষা প্রবেশ করেছে। সাধারণত ১ জুন কেরলে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে থাকে। এবার নির্ধারিত সময়ের ৭ দিন পরে কেরলে বর্ষা ঢুকেছে। আগামী ৪৮ ঘণ্টায় উত্তর-পূর্ব ভারতের অনেক জায়গায় মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। পরবর্তীতে উত্তরবঙ্গ এবং সিকিমের কিছু অংশে বর্ষা ঢুকে পড়বে।”

Advertisements

এমন পরিস্থিতিতে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে আগামী শনিবার রাজ্যের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হল। শনিবার অর্থাৎ ১০ জুন বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পাহাড়ের ৫ জেলায় অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। এর পাশাপাশি রবিবার এবং সোমবার এই সকল জেলার বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisements

তবে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টি হলেও শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সর্তকতা রয়েছে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে। শনিবার এবং রবিবার হালকা বৃষ্টির দেখা মিলতে পারে এই সকল জেলার কিছু অংশে। তবে সোমবার থেকে এই সকল জেলায় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। উত্তরবঙ্গের জন্য হাওয়া অফিসের তরফ থেকে সুখবর দেওয়ার পাশাপাশি দক্ষিণবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে তাও জানানো হয়েছে।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। তাপপ্রবাহ চলবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমে। তবে এরই মধ্যে এই সকল জেলার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলতে পারে এবং আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। সোমবার থেকে কিছুটা হলেও মুক্তি মিলবে এই সকল জেলার বাসিন্দাদের। তাপপ্রবাহের সতর্কতা দূর হওয়ার পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি অংশে।

Advertisements