রাজ্যজুড়ে আরও দুদিন বজায় থাকবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পূর্বাভাস মতোই সপ্তাহজুড়ে ঝড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারি বৃষ্টির দেখা মিলেছে রাজ্যজুড়ে। এমনকি গত রাতে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টি দেখেছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলা। শুধু বৃষ্টি নয় পাশাপাশি শিলাবৃষ্টিও হয়েছে বিভিন্ন জায়গায়। ফাল্গুন মাসে এই ঝড় বৃষ্টির কারণে ক্ষতির সম্মুখিন আমের ফলন, ঝরে গেছে মুকুল। আম ছাড়াও অন্যান্য ফলনও ক্ষতির সম্মুখিন। আর এমন পরিস্থিতি আরও দুদিন চলবে বলে পূর্বাভাস পাওয়া গেছে হাওয়া অফিস থেকে।

Advertisements

Advertisements

শনিবার কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২১ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১° কম। গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৫৩ থেকে ৮৩ শতাংশ। দুদিনের বৃষ্টিতে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা কিছুটা নেমেছে।

Advertisements

শ্রীনিকেতন হাওয়া অফিস জানিয়েছে, শনিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রী বেশি। গত ২৪ ঘন্টায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১° কম। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৬২ থেকে ৮১ শতাংশ।

হাওয়া অফিসের পূর্বাভাস, শনিবার ও রবিবার আরও দুদিন রাজ্যজুড়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনভর মেঘলা আকাশ দেখা যাবে। শনিবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি দেখা মিলবে রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে। রবিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। পাশাপাশি বৃষ্টির সাথে তৈরি হবে কালবৈশাখীর আবহ। ঠিক যেমন পরিস্থিতি আমরা গত দু’দিন ধরে দেখতে পেয়েছি। সন্ধ্যা হতেই বজ্রবিদ্যুৎ ঝড় হাওয়ার সাথে মুষলধারে বৃষ্টি। আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার থেকে।

ফাল্গুন মাসে তাপমাত্রা বেশি না থাকলেও কালবৈশাখীর পেছনে ভূমিকা থাকে পশ্চিমী ঝঞ্ঝার। যার প্রভাবেই একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। অন্যদিকে উত্তর-পশ্চিম ভারতের রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। যাদের হাত ধরেই বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে বিপুল পরিমাণে জলীয়বাষ্প ঢুকেছে পশ্চিমবঙ্গের ভূখণ্ডে। অন্যদিকে আবার বাতাসের উপরিভাগে রয়েছে শুষ্ক ও ঠান্ডা হওয়া। আর এদের সংঘর্ষেই হচ্ছে বৃষ্টিপাত। আর ভূপৃষ্ঠের কাছাকাছি তাপমাত্রা বেশি না থাকায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা দেখা দিয়েছে।

Advertisements