নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহে হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছিল আগস্ট মাসের ৪ তারিখ উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হতে চলেছে। আর সেই পূর্বাভাসকে সত্যি করে মঙ্গলবার বিকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয় বিক্ষিপ্ত বৃষ্টি। আর এই নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তিশালী হতে চলেছে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। নিম্নচাপ আরও শক্তিশালী হওয়ার দরুন দক্ষিণবঙ্গের ১০ জেলায় মুষলধারে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।
পূর্বাঞ্চলীয় হাওয়া অফিসের প্রধান সঞ্জীব বন্দোপাধ্যায় জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টায় শক্তি বাড়িয়ে আরও শক্তিশালী হতে চলেছে। যে কারণে আগামীকাল অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গের দক্ষিণে এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও মুষলধারে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। মূলত বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই দশটি জেলায় সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি কিছুটা হলেও তুলনামূলক কম বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে গাঙ্গেয় উপকূলের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক এলাকায়।
Significant Weather Features Dated:-4-08-2020
♦ A low pressure Area lies over North Bay of Bengal off West Bengal- Bangladesh Coasts with associated cyclonic circulation extending upto upper levels
tilting southwestwards with height.— India Met. Dept. (@Indiametdept) August 4, 2020
হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, নিম্নচাপের দরুন মুষলধারে বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যে কারণে ইতিমধ্যেই বঙ্গোপসাগর থেকে মৎস্যজীবীদের ফিরে আসার বার্তা দেওয়া হয়েছে এবং আগামী বুধবার পর্যন্ত যেন মৎস্যজীবীরা সমুদ্রে না যান তার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর এই দুর্যোগ আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলার পর আবহাওয়ার উন্নতি হবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।