একাদশীর ভোররাতেও তেড়ে বৃষ্টি, চলবে লক্ষ্মীপুজো পর্যন্ত

নিজস্ব প্রতিবেদন : দুর্গাপুজোর শেষ, মা দুর্গা কৈলাসে গমন করলেও এক্ষুনি বর্ষার বাংলা ছাড়ার কোন নামগন্ধ নেই। একাদশীর ভোররাতেও তেড়ে বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তৃর্ণ জেলায়। শুধুই বৃষ্টি নয়, পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়াও বইয়েছে। ইতিমধ্যেই দশমীর দিন দিনভর বৃষ্টিতে নাজেহাল হতে হয়েছিল বাঙ্গালীদের। তারপর আবার বৃষ্টিতে জল জমেছে বিভিন্ন জায়গায়।

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগেই জানানো হয়েছিল, নবমী থেকে রাজ্যজুড়ে বৃষ্টি বাড়ার কথা। সেইমতো বৃষ্টিতো বেড়েছে, পাশাপাশি মাঝারি বৃষ্টির জায়গায় হয়েছে এই ভারী বর্ষণ। যদিও এই বৃষ্টি বাঙালির ঠাকুর দেখায় কোন রকম ব্যাঘাত হানতে পারেনি, তবে দশমীর বিসর্জনে কিছুটা হলেও এসেছে ব্যাঘাত।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, এখনই বাংলা ছেড়ে বৃষ্টি বিদায় নেবে না, কারণ ঝাড়খণ্ডের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। পাশাপাশি সক্রিয় রয়েছে মৌসুমী বায়ুও। এই দুয়ের জেড়েই দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি দেখা দিয়েছে।

আজও সারাদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। বইতে পারে ঝড়ো হাওয়াও। বৃষ্টির আশঙ্কার মেঘ আগামী দিনেও কাটবে না বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। মেঘলা আকাশ মাথায় নিয়েই ধনদেবীর আরাধনায় মাততে হবে বঙ্গবাসীকে। হতে পারে বৃষ্টিও। এমনই আশঙ্কার কথা শুনিয়ে রাখলো হাওয়া অফিস।