Weather Update: রাজ্য কাঁপাবে তুমুল বৃষ্টি, মাটি হবে দুর্গাপুজোর আনন্দ? আবহাওয়ার মেগা আপডেট

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দক্ষিণবঙ্গের বাসিন্দাদের বৃষ্টির যে খিদে ছিল তা আশা করি মিটে গেছে বৃহস্পতিবার ও শুক্রবারের বৃষ্টিতেই। কেননা মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা ইতিমধ্যেই প্লাবিত। বিশেষ করে বীরভূম, বর্ধমানের বিভিন্ন এলাকা শুক্রবার সকাল থেকেই জলে টইটম্বুর। আর এরই মধ্যে বৃষ্টি নিয়ে নতুন আপডেট (Weather Update) একদিকে আনন্দ একদিকে বিষাদ এনেছে।

Advertisements

বৃহস্পতিবার রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টিতে ইতিমধ্যেই বীরভূমের বিভিন্ন এলাকায় থাকা ছোট ছোট সেতু জলের তলায় চলে গিয়েছে। এর পাশাপাশি শুক্রবার দুপুর গড়াতেই বীরভূম ও পশ্চিম বর্ধমানের মধ্যে খুব সহজ যোগাযোগ জয়দেব ফেরিঘাট ভেঙে গিয়েছে। আর এসবের মধ্যেই আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হলো, দুর্গাপুজোর আগে আগস্ট ও সেপ্টেম্বর মাসে বিভিন্ন জায়গা কাঁপাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি।

Advertisements

মৌসম ভবন অর্থাৎ আইএমডি আবহাওয়া সংক্রান্ত যে লেটেস্ট আপডেট দিয়েছে সেই লেটেস্ট আপডেট থেকে জানা যাচ্ছে, আগস্ট মাসের শেষের দিকেই লা নিনার কারণে অনুকূল পরিস্থিতি তৈরি হবে। দুর্গাপুজোর আগে থেকে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হবে। কোন কোন জায়গায় বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকতে পারে বলে জানানো হয়েছে। তবে আবার কোন কোন জায়গায় যেমন বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কম থাকার পাশাপাশি গরমের দাপটও থাকবে।

Advertisements

আরও পড়ুন ? Cooking Gas: জলের দরে রান্নার গ্যাস দেবে রাজ্য সরকার, নবান্নে হয়ে গেল বৈঠক

মৌসম ভবন যা জানিয়েছে তাতে আগস্ট ও সেপ্টেম্বর মাসে দীর্ঘ বছরের পর বছর ধরে যে গড় বৃষ্টিপাত হয় তার থেকে ১০৬ শতাংশ (৪২২.৮ মিলিমিটার) বেশি বৃষ্টি হতে পারে। আগস্ট ও সেপ্টেম্বর মাসে দেশের অধিকাংশ এলাকাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। তবে আবার কোন কোন জায়গায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হতে পারে। যে সকল জায়গায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হতে পারে সেই সকল জায়গাগুলি হল উত্তর-পূর্ব ভারত ও সংলগ্ন পূর্ব ভারত, মধ্য ভারতের একাংশ, কচ্ছ, লাদাখ ও সৌরাষ্ট্রের মতো এলাকায়।

চলতি বছর দুর্গাপুজোর মহাষষ্ঠী পড়েছে ৯ অক্টোবর। যে কারণে দুর্গাপুজোর সময়ও যে তুমুল বৃষ্টির সম্ভাবনা থাকবে না তা বলা যাচ্ছে না। তবে যেহেতু এখনো দুর্গাপুজো আসতে প্রায় ৬৯ দিন বাকি রয়েছে, তাই এত আগে থেকে আবহাওয়ার আপডেট দেওয়া হওয়া অফিসের পক্ষে সম্ভব নয়। হাওয়া অফিসের তরফ থেকে পরিস্থিতি কি দাঁড়ায় তা সময়ের পরিপ্রেক্ষিতে জানিয়ে দেওয়া হবে। অন্যদিকে পুজোর আগেই এমন তুমুল বৃষ্টির পূর্বাভাসে ইতিমধ্যেই সিঁদুরে মেঘ দেখছেন অনেকে। কেননা দুর্গাপুজোর উপর নির্ভর করে অনেকেই যেমন ব্যবসায়িক দিক থেকে মুনাফা লাভের তাকিয়ে থাকেন, সেই রকমই আবার পুজোর আগে অতিরিক্ত বৃষ্টিতে ফসলের ক্ষতি হলেও পুজোর আনন্দ মাটি হতে পারে।

Advertisements