৪০ কিমি বেগে ধেয়ে আসছে ঝড়, বৃষ্টিতে ভিজবে এই সকল জেলা, জানালো হাওয়া অফিস

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে যেভাবে তাপপ্রবাহ (Heatwave) দেখা গিয়েছে তা থেকে মুক্তি মেলে শনিবার দুপুরের পর। শনিবার দুপুরের পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি দেখা যায়। আর সেই বৃষ্টি নিমেষে তাপমাত্রার পারদ তরতড়িয়ে নামিয়ে দেয়। তাপমাত্রার পারদ তরতড়িয়ে নেমে যাওয়ার ফলে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসে দক্ষিণবঙ্গে।

তবে এই স্বস্তি ক্ষণস্থায়ী বলেই জানা গিয়েছে হাওয়া অফিসের (Weather Office) তরফ থেকে। কেননা রবিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে কলকাতা, হাওড়া, হুগলী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায়। অস্বস্তির দিক দিয়ে এই সকল জেলায় রবিবার হলুদ সর্তকতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। তবে এই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেও স্বস্তি ফিরতে পারে বলেও আশা করা হচ্ছে।

রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬° সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রী বেশি ছিল, ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশের বেশি। যার জেরেই অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে।

তবে এরই সঙ্গে সঙ্গে রবিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে একাধিক জেলার ক্ষেত্রে। যে সকল জেলায় এদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে সেই সকল জেলাগুলি হল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। কলকাতা এবং তার আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝড়ো হাওয়া।

অন্যদিকে এর সঙ্গে সঙ্গেই ধাপে ধাপে তাপমাত্রার পারদ কমবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। এরপর তাপমাত্রার পারদ আরও কমবে। ২১ জুনের পর সর্বোচ্চ তাপমাত্রার পারদ আরও নীচে নামবে। দেখতে তা ৩০ ডিগ্রির নীচে নেমে যাবে। এর পাশাপাশি দিন কয়েক কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনাও থাকছে।