নিজস্ব প্রতিবেদন : গত শনিবার থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় যেভাবে সূর্যের দেখা মিলেছে তাতে পরিষ্কার আবহাওয়া নিয়ে আশার আলো দেখছিলেন বাসিন্দারা। তবে এমন ঝরঝরে ওয়েদার আর একমাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অতীত হতে চলেছে। কেননা হাওয়া অফিসের পূর্বাভাস (Weather Update by IMD) অনুযায়ী এবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ধেয়ে আসছে দক্ষিণবঙ্গের (South Bengal) ৪ জেলায়।
শনিবার থেকে আকাশ পরিষ্কার হওয়ার পর নতুন করে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রার পারদ অনেকটাই নেমেছে। কলকাতা সহ পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ২ থেকে ৪° পর্যন্ত পতন হয়েছে। রবিবার হাওয়া অফিসের তরফ থেকে আবহাওয়া সংক্রান্ত যে তথ্য পেশ করা হয়েছে তা থেকে জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গের পুরুলিয়ার তাপমাত্রা সবচেয়ে কম ছিল, যেখানে ছিল ১০.১ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে বীরভূমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়ে ছিল ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস।
তবে এরই মধ্যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আবহাওয়া কেমন থাকবে তা জানাতে গিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী দুদিন দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় হালকা আর কোন কোন জেলায় মাঝারি অথবা ঘন কুয়াশার দেখা মিলতে পারে। আবার সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন ? Weather Update South Bengal: কি অবস্থা! সোমবার ফের তুমুল বৃষ্টি! সতর্কতা দক্ষিণবঙ্গের এই ৪ জেলায়!
৫ ফেব্রুয়ারি সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। দক্ষিণবঙ্গের এই চারটি জেলা ছাড়াও উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। হাওয়া অফিসের পূর্বাভাস, বাকি জেলাগুলি মূলত শুষ্ক থাকবে।
সোমবারের পর মঙ্গলবার আবহাওয়ার কিছুটা হলেও উন্নতি হবে। মঙ্গলবার বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান অথবা নদিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায়। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় তুষারপাতের পরিবর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি অন্যান্য সব জেলা শুষ্ক থাকবে বলেই জানানো হয়েছে। বুধবার কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই।