নিম্নচাপের জেরে টানা ৩ দিন ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

নিজস্ব প্রতিবেদন : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। আর এই নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যেই ওড়িশা ও পশ্চিমবঙ্গে শুরু হয়েছে বৃষ্টিপাত। আর এই বৃষ্টিপাত চলবে টানা ৩ দিন। মূলত পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলবে এই বৃষ্টিপাত। বৃষ্টিপাতের পাশাপাশি উপকূলের জেলাগুলিতে বইবে ঝোড়ো হওয়া। বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়ার নিম্নচাপের কারণে ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে রবিবার পর্যন্ত।

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টিপাত চলবে ১৪ ই আগস্ট থেকে ১৬ ই আগস্ট পর্যন্ত। বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপটি বর্তমান অবস্থান করছে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে। আর এর জেরেই টানা ৩ দিন ঝেঁপে বৃষ্টি দেখা যাবে।

মৌসম ভবনের তরফ থেকে এই নিম্নচাপ নিয়ে দুদিন আগে থেকেই পূর্বাভাস দেওয়া হয়েছিল। আর এদিন থেকে এই নিম্নচাপের সুস্পষ্ট অবস্থান লক্ষ্য করার পাশাপাশি ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করা গেছে। আগামী ৩ দিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপের প্রভাবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়াতে। পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, হাওড়া, হুগলিতে। আর অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এমন আবহাওয়ার উন্নতি হবে রবিবার থেকে।