নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহেই হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছিল চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে নতুন করে একটি নিম্নচাপ তৈরি সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। আর সেই মোতাবেক উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ আজ অর্থাৎ বুধবার ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আর এর প্রভাবে বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি দেখা দেবে। তবে এই নিম্নচাপের প্রভাবে মুষলধারে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আলিপুর হাওয়া অফিসের ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দোপাধ্যায়।
বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়ায় এই নিম্নচাপটি ক্রমশ পশ্চিমের দিকে সরে যাবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। যে কারণে মূলত রাজ্যের উপকূলীয় জেলাগুলি যেমন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগস্ট মাসের ২০ তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে হয় অফিসের তরফ থেকে। আর এই নিম্নচাপের প্রভাবে ঝড়ো হওয়ার সম্ভাবনাও রয়েছে। বাতাসের গতিবেগ ঘন্টায় ৪৫ কিমির বেশি হতে পারে।
হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে টানা তিনদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির দেখা মিলবে। ইতিমধ্যেই গতকাল দুপুর থেকে কলকাতা ও তার পার্শ্ববর্তী বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি শুরু হয়ে গেছে। যদিও দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ ইত্যাদি জেলাগুলিতে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির দেখা মেলেনি সেভাবে। বুধবার থেকে এই সকল এলাকাগুলিতেও আবহাওয়ার পরিবর্তন হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে রাজ্য উপর নিম্নচাপের পাশাপাশি মৌসুমী অক্ষরেখাও সক্রিয় রয়েছে।