নিজস্ব প্রতিবেদন : পৌষ সংক্রান্তির আগে রাজ্যে জাঁকিয়ে শীতের (Winter) দেখা মিলেছে। গত কয়েকদিন আগে পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal) যেসব জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি ছিল, সেই সকল জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ৯ থেকে ১০ ডিগ্রি। তবে এই কনকনে শীত হয়তো আর বেশি দিন থাকবে না, কেননা এরই মধ্যে রাজ্যের ১৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস (Rainfall forecast West Bengal) দিয়েছে হাওয়া অফিস।
বৃহস্পতিবার থেকে তাপমাত্রার পতন শুরু হওয়ার পর দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা তরতরিয়ে নামতে দেখা যায় শুক্রবার। শান্তিনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রিতে, বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৮.৬ ডিগ্রি সেলসিয়াসে, একইভাবে অন্যান্য জেলাগুলির ক্ষেত্রেও তাপমাত্রার পতন লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, পৌষ সংক্রান্তির আগে সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ ডিগ্রী পর্যন্ত নামতে পারে। কিন্তু এরপরেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
বৃষ্টির পূর্বাভাস সম্পর্কে হাওয়া অফিসের তরফ থেকে যা জানানো হয়েছে তাতে বলা হয়েছে, আগামী সপ্তাহে বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপের অবস্থান দেখা যাবে এবং পশ্চিমী ঝঞ্ঝার আগমন ঘটবে। এর ফলে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢুকবে রাজ্যের আকাশে। সেইসব জলীয়বাষ্পের কারণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এবং এমন অকালবৃষ্টির ফলে ফসলের ক্ষয়ক্ষতি হতে পারে।
হাওয়া অফিসের তরফ থেকে রাজ্যের ১৩ জেলায় বৃষ্টির পূর্বাভাসের কথা জানানো হয়েছে। ১৩ জেলার মধ্যে অধিকাংশ আবার দক্ষিণবঙ্গের। উত্তরবঙ্গেরও কিছু কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এমনকি আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে কোন কোন দিন কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই অকাল বৃষ্টিতে চাষীদের মাথায় হাত পড়বে তা নিয়ে কোন সন্দেহ নেই।
১৬ জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। ১৭ জানুয়ারি বুধবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি এবং কলকাতায়। ১৮ জানুয়ারি বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১৬ জানুয়ারি। এরপর আবার ১৭ ও ১৮ জানুয়ারি অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায়। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, এই অকাল বৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে আর সেই আশঙ্কার কথা মাথায় রেখে ১৬ তারিখের আগেই যে সকল ফসল মাঠ থেকে তুলে আনা সম্ভব তা তুলে আনতে হবে।