Rainfall Update South Bengal: ওলটপালট হবে সব, চরম দূর্যোগ দক্ষিণবঙ্গে! ৮ নয়, সব জেলাতেই ঝেঁপে আসছে বৃষ্টি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা পড়তে শুরু করেছে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মঙ্গলবার সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া আরও আমূল পরিবর্তন আসবে বলেই জানা যাচ্ছে এবং দুপুর থেকেই একাধিক জেলায় ঝেঁপে আসবে বৃষ্টি (Rainfall Update South Bengal)।

Advertisements

উত্তর বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় তৈরি হওয়ার কারণে বিপুল পরিমাণে জলীয়বাষ্প সহ মোটামুটি গোটা রাজ্যেই প্রবেশ করেছে। এছাড়াও হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে ঝাড়খণ্ডের উপর একটি অক্ষরেখা অবস্থানের কারণে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। মঙ্গলবার দুপুর থেকেই এই বৃষ্টি লক্ষ্য করা যাবে বলে মনে করছে হাওয়া অফিস।

Advertisements

মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে সকল জেলায় সেগুলি হল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদীয়া জেলায়। বৃষ্টির পরিমাণ হালকা থাকবে বলেই হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। অন্যদিকে বুধবার অর্থাৎ ৩১ জানুয়ারি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে। ঐদিন দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Farewell of Winter: কবে দক্ষিণবঙ্গ থেকে বিদায় নেবে শীত! কি জানাচ্ছে হওয়া অফিস

এরপর ১ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। ২ ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস এবং ওই দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া জেলায়। অন্যদিকে ওই দিন হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা এবং পূর্ব মেদিনীপুরে।

তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য এলাকা সহ অন্যান্য জেলাগুলিতেও এই কয়েকটি দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হওয়া অফিস। অন্যদিকে শীতের মাঝে এমন বৃষ্টির সম্ভাবনা তৈরি হওয়ার কারণে সর্বনিম্ন তাপমাত্রার পারদ আগামী কয়েক দিন বাড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে বৃষ্টি কেটে যাওয়ার পর নতুন করে তাপমাত্রার পারদ কমবে কিনা তা এখনই বলা সম্ভব নয় বলেও জানানো হয়েছে।

Advertisements