Rainfall Forecast West Bengal: জোড়া ঘূর্ণাবর্তের দাপট! বৃষ্টিতে ভাসবে এই ৬ জেলা, মেগা খবর দিল হাওয়া অফিস

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : আষাঢ় মাসের অর্ধেক মাস কেটে গেলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। এখনো দক্ষিণবঙ্গে বিপুল পরিমাণে বৃষ্টির ঘাটতি রয়েছে। সেইভাবে বৃষ্টি না হওয়ার কারণেই এমন বিপুল বৃষ্টির ঘাটতি তৈরি হয়েছে। পাশাপাশি বজায় রয়েছে গরম। তবে এসবের মধ্যেই হাওয়া অফিসের তরফ থেকে একটি মেগা খবর নিয়ে হাজির। আর সেই মেগা খবর অনুযায়ী ৬ জেলা ভারী থেকে অতিভারী বৃষ্টিতে (Rainfall Forecast West Bengal) ভাসতে পারে।

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে যা জানানো হয়েছে তাতে মূলত দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির যে সম্ভাবনা তৈরি হয়েছে তার পিছনে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। একটি ঘূর্ণাবর্ত উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর থাকার পাশাপাশি আরেকটি ঘূর্ণাবর্ত তার সঙ্গে এসে যুক্ত হয়েছে। আর এর প্রভাবেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে।

হাওয়া অফিসের তরফ থেকে যা জানা যাচ্ছে তাতে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের মোটামুটি সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও আবার এটাও জানানো হয়েছে, সব জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেও সব জায়গাতে বৃষ্টির সম্ভাবনা নেই। অর্থাৎ বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হলেও কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি নিয়ে কিন্তু কিন্তু ভাব থেকেই যাচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শনিবার থেকে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার ফলেই এমন বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

আরও পড়ুন 👉 Commercial LPG Price Dropped: ফের ধপাশ করে পড়ল রান্নার গ্যাসের দাম! ১ জুলাই থেকেই কার্যকর নতুন দাম

হাওয়া অফিসের তরফ থেকে যা জানানো হয়েছে তাতে আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ আরো বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে দক্ষিণবঙ্গের যে সকল জেলায় বৃষ্টির দেখা মিলবে না সেই সকল জেলায় কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধি পাবে বলেই পূর্বাভাসে জানানো হয়েছে। বঙ্গোপসাগরে যে একটি নিম্নচাপ তৈরির পূর্বাভাস পাওয়া গিয়েছিল সেটি অবশ্য গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন উপকূলে ঘূর্ণাবর্ত হিসাবেই অবস্থান করবে।

বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বৃহস্পতিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় এবং নদীয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির দেখা মিলতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় খুব বেশি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। যে কারণেই দক্ষিণবঙ্গের তিন জেলা বৃষ্টিতে ভাসলেও অন্যান্য জেলাগুলির কপালে কি আছে তা দেখতে অপেক্ষা করতে হবে।