Rain in South Bengal: ৫ মে পর্যন্ত অপেক্ষার দরকার নেই, তার আগেই দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ১৯৫৪ সাল, এরপর ১৯৮০, মাঝে আরও বেশ কয়েক বছর দক্ষিণবঙ্গে এপ্রিল মাসে তীব্র তাপপ্রবাহ দেখা দিলেও চলতি বছর আরও একটু যেন অসহ্যের কারণ হয়ে দাঁড়িয়েছে। তীব্র গরমে যেভাবে দক্ষিণবঙ্গের (South Bengal) বাসিন্দাদের নাজেহাল হতে হচ্ছে তাতে তারা এখন কেবল তাকিয়ে রয়েছেন বৃষ্টির (Rain) দিকে।

Advertisements

বাসিন্দারা বৃষ্টির দিকে তাকিয়ে থাকলেও অবশ্য হাওয়া অফিসের তরফ থেকে খুব বেশি আশার আলো দেখাতে পারেনি। দুদিন আগে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছিল, আগামী ৫ থেকে ৭ মে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির (Rain in South Bengal) সম্ভাবনা রয়েছে। আর এরপর থেকেই দক্ষিণবঙ্গের বাসিন্দারা দিন গুনতে শুরু করেছেন। তবে এবার এর থেকেও আরও একটি সুখবর এসে গেল।

Advertisements

আইএমডির (IMD) ওয়েবসাইটে দক্ষিণবঙ্গের বৃষ্টির পূর্বাভাস নিয়ে যে আপডেট দেওয়া হয়েছে সেই আপডেট অনুযায়ী ৫ মে নয়, ৪ মে অর্থাৎ শনিবারই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি নিয়ে যেমন অপেক্ষার দিন কমেছে, তবে এরই মধ্যে আবার হাওয়া অফিসের তরফ থেকে এটাও জানানো হয়েছে, বৃষ্টি হলেও কিন্তু সর্বোচ্চ তাপমাত্রার পারদ খুব একটা কমবে না। তবে বর্তমানে যে পরিস্থিতি চলছে তার থেকে কিছুটা হলেও নিস্তার পাওয়া যাবে।

Advertisements

আরও পড়ুন ? Heatwave Records: এত গরমেও রেকর্ড ভাঙতে পারল না কলকাতা! অটুট থাকল তিলোত্তমার এই রেকর্ড

শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বীরভূমের বিস্তীর্ণ এলাকায়, বৃষ্টি হতে পারে আসানসোল, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, নদীয়া, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা। অন্যদিকে শুক্রবার ও শনিবার পর পর দুদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়ায়। আর এই বৃষ্টির ফলে তাপমাত্রার পারদ ২ থেকে ৩ ডিগ্রি কমবে বলে আশা করা হচ্ছে।

মূলত টানা তাপপ্রবাহ চলার পর ধীরে ধীরে সাগর থেকে জলীয়বাষ্প প্রবেশ করতে শুরু করেছে দক্ষিণবঙ্গের পরিমণ্ডলে। এর পাশাপাশি উত্তর গোলার্ধের একটি অক্ষরেখা দক্ষিণের দিকে সরে আসার কারণে এই বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। তবে বৃষ্টি সাময়িক হালকা স্বস্তি দিলেও তা খুব বেশি দিন স্থায়ী হবে না। দিন কয়েকের মধ্যে ফেল দক্ষিণবঙ্গের পরিস্থিতি অসহনীয় হয়ে দাঁড়াবে বলেই মনে করা হচ্ছে।

Advertisements