নিজস্ব প্রতিবেদন : আচমকা পাল্টি মেরেছে আবহাওয়া। গত দুদিন আগে পর্যন্ত তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হলেও তা হঠাৎ এমন ভাবে নেমে গিয়েছে যে দক্ষিণবঙ্গের ৭ জেলায় শুক্রবার শৈত্যপ্রবাহ বয়েছে। শনিবারও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। এমন পরিস্থিতিতে যখন শীত বিদায়ের গল্প শোনা যাচ্ছিল সেই সময় শৈত্যপ্রবাহে (Cold Wave) থরথর করে কাঁপছে দক্ষিণবঙ্গের (South Bengal) বাসিন্দারা।
হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেই পূর্বাভাস অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা সোমবার পর্যন্ত শুষ্ক থাকার কারণে তাপমাত্রার পারদও নিম্নমুখী থাকবে বলে জানানো হয়েছে। তবে এরপরই তাপমাত্রার পারদ কিছুটা হলেও উর্ধ্বমুখী হবে। মূলত নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হওয়ার কারণে তাপমাত্রার পারদ থাকবে উর্ধ্বমুখী।
বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প রাজ্যের পরিমণ্ডলে প্রবেশ করার কারণে ফের একবার ফেব্রুয়ারির মধ্যভাগে বৃষ্টির (Rainfall forecast South Bengal) সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে যা জানানো হয়েছে তাতে মঙ্গলবার অর্থাৎ সরস্বতী পুজোর আগের দিন থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। সরস্বতী পুজোর দিন বাড়বে বৃষ্টির পরিধি।
সরস্বতী পুজো যেখানে পড়ুয়া এবং যুব সমাজের কাছে আলাদা এক আনন্দের দিন সেই জায়গায় ওই দিনটিতে বৃষ্টির পূর্বাভাসে (Saraswati Puja rainfall forecast South Bengal) ইতিমধ্যেই মন খারাপ অনেকের। এর পাশাপাশি ওই দিন আবার পড়েছে ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন ডে। ফলে যদি ওই দিনটিতে ছাতা, রেনকোট নিয়ে বের হতে হয় তাহলে তার থেকে আর দুঃখের বিষয় কি হতে পারে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ১৩ ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। বৃষ্টির পরিমাণ হালকা থাকবে বলেই হাওয়া অফিসের অনুমান। অন্যদিকে ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ সরস্বতী পুজোর দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের মতো ৭ জেলায়।