কলকাতা : সোমবার দিনভর দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা আকাশ মেঘে ঢাকা থাকার পাশাপাশি বৃষ্টির মুখোমুখি হয়েছে। সোমবারের পাশাপাশি এমন পরিস্থিতি বজায় থাকবে মঙ্গলবারও। আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে। মূলত নিম্নচাপ শক্তি (Low Pressure West Bengal) বাড়ানোর ফলেই দিনভর এমন বৃষ্টির মুখোমুখি হচ্ছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা।
আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে, দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় যে নিম্নচাপ অবস্থান করছিল সেই নিম্নচাপ শক্তি বাড়িয়েছে। শক্তি বাড়িয়ে ওই নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে এখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। সুস্পষ্ট এই নিম্নচাপের গতিপথ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। নিম্নচাপটি ধীরে ধীরে আগামী দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড ও বিহারের দিকে এগিয়ে যাবে।
এর পাশাপাশি আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, জয়সলমীর, গুনা, ডালটনগঞ্জের উপর দিয়ে বিস্তৃত রয়েছে একটি মৌসুমী অক্ষরেখা। এছাড়াও আগামী বৃহস্পতিবার পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এসবের কারণে আজ অর্থাৎ সোমবার যেমন পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া ও বাঁকুড়ার বেশকিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে, ঠিক সেই রকমই মঙ্গলবারও বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন : Ambulance Fare: দু’নম্বরি ঠেকাতে অ্যাম্বুল্যান্সের ভাড়া বেঁধে দিল সরকার, দেখে নিন তালিকা
মঙ্গলবারও সোমবারের মতো ওই চার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কমলা সর্তকতা জারি করা হয়েছে, ওই চার জেলার জন্য। অন্যদিকে হলুদ সর্তকতা জারি রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের জন্য।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।