Weather Update: সকাল থেকে মেঘলা আকাশ! কোথায় কোথায় দেখা মিলবে বৃষ্টির, জানালো হাওয়া অফিস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সোমবার থেকে ফের রাজ্যের আবহাওয়ায় আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়ায় (Weather Update) এমন আমূল পরিবর্তনের পিছনে রয়েছে বঙ্গোপসাগরে অবস্থান করা অ্যান্টি সাইক্লোন। যে অ্যান্টি সাইক্লোন প্রতিনিয়ত নিজের অবস্থান পরিবর্তন করছে আর তার জেরেই রাজ্যে বিপুল পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে। এরই ফলে বজ্রবিদ্যুৎ সহজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে।

Advertisements

আবহাওয়ায় এমন আমূল পরিবর্তন আসার ফলে গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় দফায় দফায় বৃষ্টি নজরে আসছে। মঙ্গলবার দুপুরের পর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির দেখা মেলে। আর এরপর আবার বুধবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা কমার পাশাপাশি আকাশ মেঘে ঢাকা রয়েছে। যদিও বুধবার দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।

Advertisements

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধবার দক্ষিণবঙ্গের কোন জেলার জন্য সতর্কতা না থাকলেও উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানানো হয়েছে। মূলত এদিন উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে দার্জিলিং পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। অন্যদিকে দক্ষিণবঙ্গের আকাশ মেঘে ঢাকা থাকলেও বুধবার বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Cleanest City of India: দেশের সবচেয়ে পরিষ্কার শহর ইন্দোর, কত নম্বরে বাংলা, জানলে লজ্জা পাবেন

বুধবার বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আবার বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম এবং নদীয়া জেলায় বৃহস্পতিবার থেকে ফের দুর্যোগ শুরু হবে বলেই হাওয়া অফিসের পূর্বাভাস। এক্ষেত্রে এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানোর পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে বলেও জানানো হয়েছে। বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবার পর্যন্ত এমন আবহাওয়া থাকবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের ৬ জেলা ছাড়া বাকি রাজ্যের অন্যান্য জেলাগুলি শুষ্ক থাকবে। শনিবার ও রবিবার মূলত নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি সম্ভাবনার কথা জানানো হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে। এই সকল জেলায় ওই দুদিন ঝড়ের গতিবেগ ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisements