নিজস্ব প্রতিবেদন : তাপপ্রবাহে দিন দিন নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের (South Bengal) বাসিন্দাদের। যেভাবে টানা তাপপ্রবাহ লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গে তা খুব কম সময় দেখা দিয়েছে। আর এই পরিস্থিতিতে এখন দক্ষিণবঙ্গের বাসিন্দাদের অবস্থা সহ্যের বাইরে। মূলত এল নিনোর প্রভাবেই এমন ঘটনা ঘটছে।
বর্তমানে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪১° পার করেছে। কোন কোন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ ডিগ্রির কাছাকাছি। যে কারণে এই পরিস্থিতিতে বাসিন্দাদের অবস্থা সহ্যের সীমা পার করলেও আর কয়েকদিন সহ্য করতে হবে বলেই জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে। কেননা তারপরেই মিলবে স্বস্তি (Relief from Heatwave)। ঝড়-বৃষ্টির ফলে দিন কয়েকটা প্রবাহ থেকে মুক্তি মিলবে বলেই আশা করা হচ্ছে।
তবে বৃষ্টির আগে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের আরও সহ্যের ক্ষমতা বৃদ্ধি করতে হবে বলেই জানানো হয়েছে। কেননা বৃষ্টির আগে আরও কয়েকদিন দক্ষিণবঙ্গের পরিস্থিতি আরও খারাপ হবে। তাপমাত্রার পারদ আগামী কয়েক দিনে আরও অনেকটাই চড়বে। এমনকি আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪৬° পার করতে পারে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ৪৮.২ ডিগ্রি সেলসিয়াসের পৌঁছাতে পারে। মূলত ২ মে পর্যন্ত কোনভাবেই মুক্তির পথ খুঁজে পাওয়া যাচ্ছে না।
হাওয়া উচিত সূত্রে যা জানা যাচ্ছে তাতে আগামী শনিবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ ধীরে ধীরে নামতে শুরু করবে। তাপমাত্রার পারদ নামবে মূলত ঝড় বৃষ্টির কারণে। আগামী ৩ মে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর আবার ৫ মে থেকে ৭ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের দেখা মিলতে পারে বলে আশা করা হচ্ছে। আর এর ফলেই স্বস্তি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
তবে হাওয়া অফিসের যা পূর্বাভাস তাতে আগামী কয়েকদিনের তীব্র তাপপ্রবাহ সহ্য করার পর দিন কয়েক ঝড় বৃষ্টির দেখা মিললেও অস্বস্তিকর পরিস্থিতি থেকে পুরোপুরি ভাবে মুক্তি মিলবে না। তবে যে সাময়িক মুক্তি মিলবে বলে আশা করা হচ্ছে তার জন্যই মুখিয়ে রয়েছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা।