Weather Update: বেলা বাড়তেই বদলে যাবে আবহাওয়া, গুমোট গরম থেকে মিলবে মুক্তি, খুশির খবর শোনালো আবহাওয়া দফতর

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ বৃষ্টি কমতেই দক্ষিণবঙ্গে বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। নতুন করে তাপমাত্রার পারদ বৃদ্ধি পাওয়ার ফলে অসহ্য হয়ে দাঁড়িয়েছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। সবচেয়ে বড় বিষয় হলো, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে গুমোট গরমে নাজেহাল হতে হচ্ছে বাসিন্দাদের। তবে গুমোট গরম থেকে মুক্তি মিলতে পারে, আবহাওয়ার আপডেট (Weather Update) নিয়ে তেমনই আশার আলো দেখালো আবহাওয়া দফতর।

Advertisements

বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনার কারণেই দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ফের একবার বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে বলে অনুমান করছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার থেকেই আবহাওয়ায় বদল আসবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এমনিতেও বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ আংশিক মেঘে ঢাকা পড়তে শুরু করেছে। যদিও মৎস্যজীবীদের জন্য আবহাওয়া দপ্তর এখনই কোন সতর্কতা জারি করেনি।

Advertisements

মূলত বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া বদল আজকে দেখা যাবে বলে জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই এমন বদল লক্ষ্য করা যাবে। বৃহস্পতিবারের পাশাপাশি রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে বলেও জানানো হয়েছে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Advertisements

আরও পড়ুন : New WB Govt Holiday: টানা ৪ দিন বন্ধ থাকবে স্কুল, সেপ্টেম্বরে নতুন ছুটির ঘোষণা করতেই কপাল খুলল পড়ুয়া-শিক্ষকদের

বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া জেলায়। শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে বলেও জানানো হয়েছে। ঐদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায় বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেরও বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়াও অন্ধ্র ও পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্তের অবস্থান লক্ষ্য করা গিয়েছে।

Advertisements