নিজস্ব প্রতিবেদন : গত বছর ডিসেম্বর মাস থেকে রাজ্যে শুরু হয়েছে বৃষ্টির রেস। এরপর জাঁকিয়ে শীতের মাঝেই দফায় দফায় বৃষ্টির মুখোমুখি হয়েছে দক্ষিণবঙ্গ (South Bengal)। আর যখন জানুয়ারি মাস শেষ হয়ে ফেব্রুয়ারি মাসের শুরু হতে চলেছে সেই সময়ও বৃষ্টির ঝড়ো ইনিংসের পূর্বাভাস দিল হাওয়া অফিস (Rainfall Yellow Warning)।
বৃষ্টির এমন ঝড়ো ইনিংসের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে। এবার বৃষ্টির পরিমাণ গত দুবারের তুলনায় বেশি থাকবে বলেই মনে করা হচ্ছে। এছাড়াও ঝড়ের দাপট লক্ষ্য করা যাবে বলেও হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে দক্ষিণবঙ্গে হলুদ সর্তকতা জারি করেছে।
বৃষ্টির পরিস্থিতি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে উধাও হয়ে গিয়েছে শীত। মঙ্গলবার থেকেই তাপমাত্রার পারদ বেশ উর্ধ্বমুখী দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সকাল দিকে হালকা শীত অনুভব করা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আপাতত পাঁচ দিন দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা কমার কোন লক্ষণ নেই, বরং তা বাড়বে।
দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলায় জেলায় এমন বৃষ্টির সম্ভাবনা তৈরি হওয়ার পিছনে রয়েছে উত্তর বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয়। যে কারণে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প রাজ্যে প্রবেশ করেছে। এছাড়াও ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবর্ত্যের অবস্থানের কারণে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির প্রভাব সবচেয়ে বেশি থাকবে বলে জানা যাচ্ছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেও বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। বুধবার মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টি হবে তবে পরিমাণ থাকবে হালকা। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের অধিকাংশ জেলাতেই বৃষ্টির পর শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। শনিবার থেকে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে।