নিজস্ব প্রতিবেদন : ভারতে যে সকল রেলস্টেশন রয়েছে তাদের মধ্যে অন্যতম রেল স্টেশন হলো হাওড়া (Howrah Station)। যে হাওড়া স্টেশন থেকে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে থাকেন। এমন গুরুত্বপূর্ণ একটি স্টেশনের জন্য এবার পূর্ব রেল (Eastern Railway) নতুন এক উদ্যোগ (Howrah Station New Initiative) নিল, যে উদ্যোগের কথা জানলে আপনিও রেলকে বাহবা না দিয়ে থাকতে পারবেন না।
ট্রেনে চড়ে যেমন প্রতিদিন দেশের কোটি কোটি মানুষ যাতায়াত করে থাকেন, ঠিক সেই রকম ওই সকল যাত্রীদের সব রকম সুযোগ-সুবিধা দেওয়ার বন্দোবস্ত করে থাকে রেল। আর এই সকল বন্দোবস্তের মধ্যে অন্যতম একটি হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। ট্রেনের কামরা থেকে শুরু করে স্টেশন চত্বর, প্ল্যাটফর্ম সমস্ত কিছু পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব থাকে রেলের। তারা সেই মতো কাজও করে চলে।
স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরিপ্রেক্ষিতে প্রতিদিন বিপুল পরিমাণে জল খরচ করতে হয় তা নিয়ে কোন সন্দেহ নেই। ছোটখাটো স্টেশনের ক্ষেত্রেই সেই জলের পরিমাণ কত তা অনেকেই জানেন, এক্ষেত্রে হাওড়া স্টেশনের ক্ষেত্রে জলের পরিমাণ কত হবে তাও আন্দাজ করা যায়। কিন্তু এবার পূর্ব রেল যে উদ্যোগ নিয়েছে তাতে হাওড়া স্টেশনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কাজে লাগানো হবে বৃষ্টির জলকে। এমন পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য রেলের তরফ থেকে অভিনব উপায় নেওয়া হয়েছে বৃষ্টির জল সংরক্ষণের জন্য।
আরও পড়ুন ? সারাদিন ফোন, ল্যাপটপ চালিয়ে চোখের বারোটা বাজছে! আরাম মিলবে এই ৩ ব্যায়ামে
বৃষ্টির জল নষ্ট না করে সেই বৃষ্টির জলকে কাজে লাগানোর জন্য পূর্ব রেলের তরফ থেকে তৈরি করা হয়েছে অত্যাধুনিক রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম। হাওড়া স্টেশন চত্বরে এই যে সিস্টেম তৈরি করা হয়েছে তার মাধ্যমে ৯৭৫২৪.৫৪ কিউবিক মিটার জল সংরক্ষণ করে রাখা যাবে। নতুন এই ব্যবস্থার ফলে হাওড়া স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আর বিশুদ্ধ জল ব্যবহার করতে হবে না। স্বাভাবিকভাবেই এমন উদ্যোগকে বাহবা না দিয়ে থাকা যায় না।
হাওড়া স্টেশন চত্বরের প্রায় ৯০% এলাকা অর্থাৎ ৭৬ হাজার স্কয়ার মিটার জায়গা ছাদ দিয়ে আচ্ছাদিত রয়েছে। যেখানে বৃষ্টির জল সারা বছর ১৬৪.৯৫ মিলিমিটার পাওয়া যায়। এরপর সেই জলকে শোধন করার জন্য নির্দিষ্ট প্ল্যান্টে নিয়ে যাওয়া হয়। বছরে প্রায় ৭৩ লক্ষ লিটার জল পরিশোধিত করা হয়। সেই জল স্টেশন চত্ত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে লাগানো হয়ে থাকে। এছাড়াও নতুন জল ব্যবহার করার বদলে পুনর্বব্যবহারের যোগ্য জল ব্যবহার করা হয়ে থাকে। এর ফলে জলের খরচ অনেক কমছে।