কাঠফাটা গরম থেকে কবে মিলবে মুক্তি, কবে আসবে বর্ষা, জানিয়ে দিল হাওয়া অফিস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর অন্যান্য বছরের তুলনায় তাপমাত্রার পারদ অনেক বেশি বাড়তে দেখা গিয়েছে বাংলায়। শুধু বাংলা নয় পাশাপাশি দেশের বেশ কিছু জেলাতেও তাপমাত্রার পারদ আকাশ ছোঁয়া। এই পরিস্থিতিতে প্রত্যেকেই তাকিয়ে রয়েছেন বর্ষার (Monsoon) দিকে। বর্ষার আগমন বার্তা পেতে যখন সবাই মুখিয়ে রয়েছেন সেই সময় হাওয়া অফিসের তরফ থেকে জানানো হলো, কবে বাংলায় পা রাখবে বর্ষা।

Advertisements

চলতি মরশুমে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতেই সবচেয়ে বেশি দিন ধরে তাপপ্রবাহ (Heatwave) দেখা যায়। তাপমাত্রার পারদ এমন জায়গায় পৌঁছায় যে বাঁকুড়া বিশ্বের সপ্তম উষ্ণতম শহরের জায়গা করে নেয়। তবে শুধু বাঁকুড়া নয়, পাশাপাশি অধিকাংশ জেলার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যায় ৪০ ডিগ্রির উপরে। বর্তমানে মাঝে মাঝে ঝড় বৃষ্টির দেখা মিলছে আর সেই ঝড় বৃষ্টির সাময়িক স্বস্তি দিলেও ফের তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী লক্ষ্য করা যাচ্ছে।

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে বর্তমানে রাজ্যের কোথাও প্রবাহের সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। আবার আগামী কয়েক দিন বৃষ্টিপাতের সম্ভাবনাও কম থাকবে বলে জানিয়েছে হওয়া অফিস। দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলা যেমন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আগামী পাঁচ দিন তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে বলেও জানানো হয়েছে।

Advertisements

কলকাতায় আগামী কয়েক দিন আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। তবে এর সঙ্গে সঙ্গেই বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বলেও জানানো হয়েছে। সকাল ১১ টার পর থেকে চড়া রোদের ছ্যাকা কিছু সময়ের জন্য পাওয়া যাবে। অন্যদিকে এই সকল পূর্বাভাস দেওয়ার পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে এই বছর বর্ষার আগমন কবে হবে তাও জানানো হয়েছে।

বর্ষার আগমনের ক্ষেত্রে হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস পাওয়া গিয়েছে সেই পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে, বিলম্বিত হবে না অর্থাৎ সঠিক সময়ে বর্ষার আগমন ঘটে যাবে পশ্চিমবঙ্গে। অন্যান্য বছর বর্ষার আগমনের ক্ষেত্রে দেরি হলেও এই বছর অনুমান করা হচ্ছে সঠিক সময়ে আসবে বর্ষা।

Advertisements