Rajanya Haldar: ফের কোন নতুন চরিত্রে আগমন ঘটছে রাজন্যার

Prosun Kanti Das

Published on:

Advertisements

Rajanya Haldar: গান দিয়েই তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। মুখ্যমন্ত্রীর প্রিয় পাত্রী হয়ে উঠেছিলেন এই গানের জন্যই। তৃণমূলের ছাত্র পরিষদের মঞ্চে যুবনেত্রী হিসাবে তিনি নিজেকে তুলে ধরেছিলেন। আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হচ্ছে রাজন্যা হালদারকে নিয়ে। তিনি শুধুমাত্র গান এবং রাজনীতিতে যে দক্ষ তা নয়। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসেবে অভিনয়তেও তিনি সমানভাবে পারদর্শী। বিভিন্ন মঞ্চ এবং টেলিভিশনের পর্দায় নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন তিনি।

Advertisements

এবার তাকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে, তাও আবার সম্পূর্ণ নতুন ভূমিকাতে। মহালয়ার শুভ মুহূর্তে সামনে আসছে রাজন্যার অভিনীত নতুন ছবি। ছবিটির নাম হল ‘আগমনী তিলোত্তমার গল্প’। ছবির একেবারে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাজন্যা স্বয়ং (Rajanya Haldar) । কেমন লাগলো সিনেমাতে অভিনয় করার অভিজ্ঞতা? নিজের অভিজ্ঞতাকে ভাগ করে নিয়েছেন এটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে।

Advertisements

আশা করি এতক্ষণে ছবির নামটি আপনাদের খুব চেনা লাগছে। বাস্তবের সঙ্গেও মিল খুঁজে পাচ্ছেন এই রুপালি পর্দার সিনেমার। সিনেমার প্রেক্ষাপট আমাদের খুব চেনা, আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-হত্যাকাণ্ডের নিরিখে। তবে প্রেক্ষাপটটুকুই নিয়েছেন পরিচালক প্রান্তিক চক্রবর্তী। কাহিনীটি অবশ্য অনেক বড়। সিনেমাতে যে শুধুমাত্র নারীদের প্রতি অন্যায় এবং অবিচারের কথায় তুলে ধরা হচ্ছে তা নয়, বরং সমাজের অনেক ‘তিলোত্তমা’র গল্প বলবেন পরিচালক। সোনারপুর এলাকায় ছবিটির শুটিংয়ের কাজ শেষ হয়েছে। কিছু দৃশ্য শুট করা হয়েছে সোনারপুর রেলস্টেশন সংলগ্ন একটি এলাকায়। পাশাপাশি বারুইপুরের জুলপিয়া রোডে ছবিটির শুটিংয়ের কাজ করা হয়েছে। শুটিংয়ে দেখা গেল অপু-দুর্গার সেই ‘আইকনিক’ দৃশ্যও। তবে ছবিটির সম্পর্কে বিস্তারিতভাবে পরিচালক থেকে শুরু করে অভিনেতা কেউ মুখ খোলেননি।

Advertisements

আরো পড়ুন: অনুব্রত না কোর কমিটি? এবার কার হাতে বীরভূমের রাস?

রাজন্যা হালদার (Rajanya Haldar) রয়েছে ছবিটির মুখ্য চরিত্রে। তাঁর বক্তব্য, সিনেমাটি শুধুমাত্র কোন একজনকে কেন্দ্র করে তৈরি হয়নি। শুধুমাত্র একজন তিলোত্তমার গল্প নয় পাশাপাশি রয়েছে নানা ধরনের মানুষের নানারকম সমস্যার কথা। প্রতিনিয়ত তাঁদের লড়াই করতে হচ্ছে। শুধুমাত্র মহিলারাই যে সমস্যার শিকার হচ্ছেন তা নয়। আর জি কর আবহেই কি এমন ভাবনা? তাতে রাজন্যার উত্তর, আসলে এই যে সমাজে বার বার করে মহিলা, মহিলা করে আমাদের দিকে ইঙ্গিত করা হয়, এর মধ্যেই একটা পুরুষতান্ত্রিকতা রয়েছে। সিনেমাটি কোন লিঙ্গভিত্তিক সিনেমা নয় তবুও এখানে দেখানো হয়েছে পুরুষতান্ত্রিক সমাজের কিছু নেতিবাচক দিকi

আগমনী তিলোত্তমার গল্প’ খুব কম সময়ের একটি ছবি। নতুন কাজ নিয়ে পরিচালক প্রান্তিক বলছেন, তিলোত্তমা হল এই শহর এবং সাধারণ মানুষের ঘর। সম্পূর্ণ ভিন্নমাত্রার এই ছবি অবশ্যই দর্শকদের মন জয় করবে। ছবিটি মুক্তি পাবে মহালয়ার দিন। সেদিনই আগমনীর সুরে সুরে জেগে উঠবে তিলোত্তমারা। নতুন চরিত্রে দেখা যাবে তৃণমূলের যুবনেত্রী রাজন্যা হালদারকে (Rajanya Haldar)।

Advertisements