Rajanya Halder: একুশের মঞ্চ কাঁপানো রাজন্যা রাজনীতিতে কোণঠাসা! এবার আসছেন নতুন ভূমিকায়, দেখা যাবে সিনেমায়

নিজস্ব প্রতিবেদন : একুশের মঞ্চ যেখানে রাজ্যের বহু তাবড় তাবড় নেতা নেত্রীরা জায়গা পান না, সেখানেই এবার বক্তব্য রাখার জন্য জায়গা পেয়েছিলেন ছাপোষা যুবতী রাজন্যা হালদার (Rajanya Halder)। একুশের মঞ্চে বক্তব্য রাখার সুযোগ পেতেই সেই সুযোগ এক বিন্দু ছেড়ে দেননি রাজন্যা। তার মাত্র কয়েক মিনিটের বক্তব্য সবার নজর কাড়ে, আর ধাপে ধাপে অপরিচিত ওই যুবতী হয়ে ওঠেন দলের অন্য এক উঠতি মুখ।

রাজন্যা হালদার একুশের মঞ্চে ঝাঁঝালো বক্তব্যের মধ্য দিয়ে সবার নজর কাড়ার পরেই দেখা যায় দলের তরফ থেকে তাকে নতুন নতুন দায়িত্ব দেওয়া হচ্ছে। দলের কাজে বিভিন্ন জায়গা থেকে ডাক পড়ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সংগঠন বাড়ানোর ক্ষেত্রেও যথেষ্ট ভূমিকা নেন তিনি। তবে এসবের মধ্যেই আচমকা দেখা যায় তিনি কোথায় যেন তলিয়ে গিয়েছেন। আর সেই ভাবে তাকে দেখা যায় না। অনেকের মধ্যেই প্রশ্ন তাহলে কি তিনি রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়লেন? যদিও না। তারই মুখ থেকে সবকিছু ঠিকঠাক চলছে এমনই শোনা গিয়েছে। এসবের মধ্যেই এবার রাজন্যাকে দেখা যাবে নতুন ভূমিকায়। এবার তিনি আসছেন সিনেমায়।

রাজনীতি ছাড়াও রাজন্যা হালদার অন্যান্য বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। রাজনৈতিক মঞ্চে যেমন ঝাঁঝালো বক্তব্য রাখতে পারেন ঠিক সেই রকমই গান বাজনাতেও এতোটুকু তিনি পিছিয়ে নেই। মুখ্যমন্ত্রীর হাত দিয়ে তৈরি হওয়া জয়ী বাংলা ব্যান্ডের সদস্য তিনি। এসবের মধ্যেই এবার রাজন্যার প্রথম সিনেমা মুক্তি পেতে চলেছে বড় পর্দায়। জানুয়ারি মাসেই রাজন্যার প্রথম সিনেমা মুক্তি পাবে।

আরও পড়ুন 👉 মমতার সিলেকশন, একুশের মঞ্চ কাঁপানো রাজন্যার বিদ্যের দৌঁড় কত দূর! জানলে অবাক হবেন

রাজন্যা যে সিনেমায় অভিনয় করেছেন তার নাম হলো ১৯৪৫ : বিহাইন্ড দ্য মাউন্টেনস। সিনেমাটি তৈরি করা হয়েছে স্বাধীনতা সংগ্রামী পুতলি তামাংয়ের জীবনীর উপর নির্ভর করে। যদিও এই সিনেমাকে সিনেমার নির্মাতা প্রান্তিক চক্রবর্তী পুতলি তামাংয়ের বায়োগ্রাফি বলতে রাজি নন। এই সিনেমায় পুতলি তামাংয়ের চরিত্রে অভিনয় করেছেন তৃণমূল ছাত্র পরিষদ নেত্রী রাজন্যা হালদার। সিনেমায় রাজন্যা ছাড়াও অভিনয় করেছেন সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য, রিয়া ভুজেল, মনি কুমার ভুজেল সহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা।

রাজন্যা হালদারের প্রথম এই সিনেমাটি রিলিজ হবে আগামী ২৬ জানুয়ারী প্রজাতন্ত্র দিবসের দিন। তবে এই সিনেমায় অভিনয় করে রাজন্যা হালদার কোন টাকা এখনো পর্যন্ত পান নি বলেই জানা যাচ্ছে। তবে এই সিনেমার রিলিজ হওয়ার পর যদি সিনেমা নির্মাতা প্রান্তিক চক্রবর্তী তাকে যায় দিক না কেন তাতেই তিনি খুশি হবেন। তবে এমন একটি সিনেমায় অভিনয় করে স্বাভাবিকভাবেই খুশিতে ডগমগ রাজন্যা।