Rajmarg Saathi: যত দিন যাচ্ছে ক্রমাগত বাড়ছে দেশের জনসংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে যান বাহনের সংখ্যাও। তার সাথে বাড়ছে দূষণ এবং দুর্ঘটনার সংখ্যা। তাই রাস্তাঘাটে নিরাপত্তা বজায় রাখতে এবার ভারতীয় জাতীয় সড়ক দপ্তর এক অভিনব পদক্ষেপ নিতে চলেছে। যার মাধ্যমে রাস্তায় যাত্রীদের নিরাপত্তার পাশাপাশি জাতীয় সড়কের স্বাস্থ্যের দিকেও নজর রাখতে চাইছে এই সংস্থাটি।
সড়ক নিরাপত্তা বৃদ্ধি এবং হাইওয়ে টহল সুনিশ্চিত করতে এবার আরও বড়ো উদ্যোগ নিতে চলেছে ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি বা NHAI। জানা যাচ্ছে সংস্থাটি অত্যাধুনিক রোড প্যাট্রোল ভেহিকেল নামানোর কথা ভাবছে। যার নামকরণ করা হয়েছে রাজমার্গ সাথী (Rajmarg Saathi)। জানা যাচ্ছে এই গাড়িটি হাইওয়েতে অনবরত টহল দেবে। রক্ষণাবেক্ষণের সুবিধা এবং নিরাপত্তার জন্য এতে থাকবে অত্যাধুনিক ক্যামেরা এবং ভিডিও বিশ্লেষণের ক্ষমতা। জানা যাচ্ছে রাস্তায় প্রতি ৫০ কিলোমিটার অন্তর এই যান মোতায়েন করা হবে।
এর মাধ্যমে রাস্তার কোনো ফাটল বা গর্তের সৃষ্টি হলে তৎক্ষণাৎ জানাতে পারবে যানটি (Rajmarg Saathi)। এর সাথে রাস্তার চিহ্ন, যাত্রী, পথচারী, গাড়ি এবং অন্যান্য আরও অনেক বিষয়ে নজর রাখা যাবে এর মাধ্যমে। এই মর্মে শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি। তবে শুধু যান নয় থাকবে যাত্রীও। জানা যাচ্ছে টহলদারি কর্মীদের জন্য দেওয়া হবে প্রতিফলিত স্ট্রাইপ সহ উজ্জ্বল নীল রঙের জ্যাকেট যাতে চিহ্নিতকরণের জন্য থাকবে লোগো। মূলত জরুরি পরিস্থিতির মোকাবিলা করার জন্য এই অভিনব উপায়ের কথা ভেবেছে সংস্থাটি।
আরও পড়ুন:Indian Railways: এয়ারপোর্টের সুবিধা পেয়ে যাবেন স্টেশনেও, সত্যি কি তা সম্ভব কি বলছে রেল
কিছুদিন আগেই ভারতের বুকে জাতীয় মহাসড়ক নির্মাণ নিয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছিল এই ন্যাশনাল হাইওয়ে অথরিটির পক্ষ থেকে। যেখানে নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য নিযুক্ত ঠিকাদারদের কর্মক্ষমতাভিত্তিক রেটিং সিস্টেম চালু করার কথা ভাবা হয়। এর মাধ্যমে ঠিকাদারদের কাজের মানের উপর স্কোর দেওয়া যাবে বলে জানা যাচ্ছিল। এতে ১০০-এর মধ্যে ৭০-এর কম নাম্বার পেলে ঠিকাদারদের চিহ্নিত করে তাদের কাজের মান উন্নত করার কথা বলা হয়।
জানা যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই রেটিং দেওয়া হবে ফুটপাথ অবস্থা সূচকের উপর নির্ভর করে ৮০ শতাংশ নাম্বার দেওয়া হবে এবং বাকি ২০ শতাংশ দেওয়া হবে NHAI ওয়ান অ্যাপের ত্রুটি সংশোধনের উপর ভিত্তি করে।