সাধারণ মানুষদের পাশে দাঁড়াতে সেনাকে তৈরি থাকার নির্দেশ প্রতিরক্ষা মন্ত্রকের

নিজস্ব প্রতিবেদন : দেশে দিনের পর দিন বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। আর এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়ত সহ সেনার তিন বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে বসেন। আর সেই বৈঠকে দেশের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দেশে লকডাউন চলাকালীন নিত্যপ্রয়োজনীয় জিনিসের যোগানে যাতে কোন প্রকার বিঘ্নতা না ঘটে তা দেখার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের এমন নির্দেশের পর মনে করা হচ্ছে লকডাউন চলাকালীন দেশের সাধারণ মানুষদের হাতে অত্যাবশ্যকীয় জিনিসপত্র পৌঁছে দেওয়ার জন্য সেনাবাহিনীকে কাজে লাগানো হতে পারে। কারণ এই দীর্ঘ ২১ দিনের লকডাউনের ফলে দেশের সর্বত্রই নিত্যপ্রয়োজনীয় জিনিস নিয়ে সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আর সেরকম কোনো পরিস্থিতি হলে এগিয়ে আসতে পারে সেনাবাহিনী। পাশাপাশি তিনি রাজ্য প্রশাসনের সাথে যোগাযোগ রেখে চলা ও প্রয়োজনে প্রতিটি রাজ্যগুলিকে সবরকম সাহায্য করার নির্দেশও দেন তিন বাহিনীর প্রধানকে।

ইতিমধ্যে মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, কেরল, কর্ণাটক, রাজস্থানের রাজ্য সরকারের সাথে সমন্বয় রেখে চলা শুরু করেছে সেনা বলে জানানো হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। ব্যাঙ্গালুরুতে বায়ুসেনার কমান্ড হাসপাতাল সম্প্রতি শুরু হয়েছে করোনার নমুনা পরীক্ষা।প্রতিরক্ষা মন্ত্রকের জানা গিয়েছে দেশের আরও অন্যান্য রাজ্যগুলিতে এইভাবে পরীক্ষাকেন্দ্র খোলার পথে হাঁটবে সেনাবাহিনী।