‘পিঠের চামড়া তুলে আমড়া বানিয়ে দিতে পারি’, অনুব্রতকে হুঁশিয়ারি রাজুর

Madhab Das

Updated on:

নিজস্ব প্রতিবেদন : বাংলার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই পারদ চড়ছে রাজ্য রাজনীতির। বাদ নেই অনুব্রত গড়ও। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে যেমন একাধিক ইস্যুতে বিজেপি নেতা নেত্রীদের আক্রমণ করতে দেখা যাচ্ছে ঠিক তেমনি পাল্টা আক্রমণ আসছে বিজেপির তরফ থেকেও। আর শনিবার সরাসরি অনুব্রত মণ্ডলের পিঠের চামড়া তুলে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা রাজু ব্যানার্জি।

শনিবার কীর্ণাহারে বিজেপির রাজ্য সহ-সভাপতি রাজু ব্যানার্জি একটি জনসভায় যোগ দেন। যে জনসভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে অনুব্রত মণ্ডলের ‘জানোয়ার’ বলে কটাক্ষ পাল্টা দিতে গিয়ে রাজু ব্যানার্জি বলেন, “কেষ্ট দা, শুনে নিন পরিষ্কার। আমরা অভদ্র ভাষা ব্যবহার করতে চাইনা। কিন্তু আমার রাজ্য সভাপতিকে আপনি জানোয়ার বলছেন। আমরা যদি এখন মনে করি মে’রে আপনার পিঠের চামড়া তুলে আমড়া বানিয়ে দিতে পারি।”

এখানেই শেষ নয় এর পাশাপাশি তিনি অনুব্রত মণ্ডলকে আক্রমণ করে বলেন, “অনুব্রত মণ্ডল বারবার আপনি হুংকার দিচ্ছেন তাই না। এখন আপনি বেলে আছেন। কয়েকদিন পর আপনি জেলে যাবেন। কেউ বাঁচাতে পারবে না। এই কুলাঙ্গারকে বীরভূমের মাটি থেকে মুছে ফেলতে হবে। বীরভূমের মাটিতে কোন জায়গা নেই এই অনুব্রত মণ্ডলের মত কুলাঙ্গারদের।”

[aaroporuntag]
অনুব্রত মণ্ডলের ‘খেলা হবে’ স্লোগানকেও কটাক্ষ করে রাজু ব্যানার্জি বলেন, “অনুব্রত মণ্ডল বাবু ‘খেলা হবে’ ‘খেলা হবে’ করে লাফাচ্ছেন। দীনেশ ত্রিবেদীর উইকেটটা গেছে। দাদা প্লেয়ার পাবেন কোথায়? প্লেয়ারটা পাবেন কোথায়? যে আমাদের সাথে খেলবেন।”