নিজস্ব প্রতিবেদন : বিজেপির রাজ্য সহ-সভাপতি রাজু ব্যানার্জি বুধবার সিউড়িতে এসে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ধোলাইও হবে, পালিশও হবে’। আর এমনটা শুনেই অনুব্রত মণ্ডল রাজু ব্যানার্জিকে কটাক্ষ করে বলেন, ‘পাগল ছাগল লোক’।
বিজেপি নেতা রাজু ব্যানার্জি এদিন অনুব্রত মণ্ডলকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি বীরভূমের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূলকে আক্রমণ করতে ছাড়েননি। পাশাপাশি তিনি জানান, এই বছর বিধানসভা নির্বাচনে বীরভূমের ১১টি আসনই যাবে বিজেপির দখলে।
এই সকল মন্তব্য শুনেই অনুব্রত মণ্ডল সরাসরি রাজু ব্যানার্জিকে পাগল ছাগল লোক বলে কটাক্ষ করার পাশাপাশি বলেন, “পাগল ছাগল। ওর কথা শুনে কি লাভ আছে। ছাগলে কিনা খায়, পাগলে কিনা করে।”
ধোলাই আর পালিশের জবাব দিতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, “ওর কথায় আমি গুরুত্ব দেব কেন? ও কি চাইছে আমি ওকে হাইলাইট করি। পাগল আর ছাগল কোথাকার।”
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, “কি বয়ে যাবে? কি বয়ে হবে? ভ্যাক দেখিয়ে লাভ নাই। কোন ভ্যাক দেখিয়ে লাভ নাই। আগে দিল্লি সামলা তারপর বাংলা সামলাবে।”
অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছেন মমতা ব্যানার্জি যা দুর্নীতি করেছেন তাতে কয়েকদিন পরেই জেলে যাবেন। এর জবাবে অনুব্রত মণ্ডল বলেন, “কাকে জেলে পাঠাবে? যাক এর কথার কোন উত্তর দেবো না। ওরা পাগল ছাগলের দল। একুশের পর কোথায় থাকবে দেখুন। একুশে মানুষ ভোট দিয়ে বলে দেবে পালাও তোমরা বাংলা থেকে।”