নিজস্ব প্রতিবেদন : বুধবার সকালে সকলকে ছেড়ে চলে যান কমেডিয়ান জগতের অন্যতম নক্ষত্র রাজু শ্রীবাস্তব। ৪২ দিনের লড়াই শেষে তার এইভাবে চলে যাওয়া অনেকেই মেনে নিতে পারছেন না। রাজু শ্রীবাস্তব ১৯৬৩ সালের ২৫ ডিসেম্বর কানপুরে জন্মগ্রহণ করেছিলেন। তার আসল নাম হল সত্য প্রকাশ শ্রীবাস্তব। তবে বিনোদন জগতে পা রাখার পর তিনি তার ডাক নাম রাজুকেই প্রাধান্য দেন এবং সেই নামেই জনপ্রিয়তা লাভ করেন।
১) কানপুর থেকে মুম্বাই আসার পর তার হাতে যে টাকা ছিল সেই টাকা শেষ হয়ে যায়। সেই সময় রাজুর চোখের শ্রেষ্ঠ অভিনেতা হওয়ার স্বপ্ন ঝাপসা হতে শুরু করে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে তাকে নিজের খরচ চালানোর জন্য অটো স্টিয়ারিং ধরতে হয়েছিল। ছোটখাটো অভিনয় করে তিনি তার স্বপ্ন ধরে রেখেছিলেন। তার জীবনের প্রথম পারিশ্রমিক ছিল মাত্র ৫০ টাকা।
২) কৌতুক পরিবেশন করতে গিয়ে তিনি বিরাটভাজন হয়েছিলেন আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের। তাকে নিয়ে এবং পাকিস্তানকে নিয়ে কৌতুক পরিবেশন করতে গিয়ে খুনের হুমকি পেতে হয়েছিল তাকে।
৩) ২০১৪ সালের লোকসভা নির্বাচনে রাজু শ্রীবাস্তব কানপুর কেন্দ্রে সমাজবাদী পার্টির হয়ে প্রার্থী হয়েছিলেন তিনি। পরে তিনি যোগদান বিজেপিতে। এরপর স্বচ্ছ ভারত মিশন অভিযানের অংশ হিসাবে তাকে মনোনীত করা হয়।
৪) ১৯৯৩ সালে তিনি তার দীর্ঘদিনের প্রেমিকা শিখাকে বিয়ে করেছিলেন। স্ত্রীর জন্য তিনি ১২ বছর অপেক্ষা করেছিলেন।
৫) ‘গজধর’ নামে একটি চরিত্র তৈরি করেছিলেন তিনি। সেটিও বিপুল জনপ্রিয় হয়। তার পরে অনেকেই তাঁকে গজধর নামেও ডাকতে শুরু করেন।
৬) অভিনয় এবং কৌতুকশিল্পী হিসাবে পারফর্ম করার পাশাপাশি তিনি মিমিক শিল্পী হিসাবেও কাজ করেছিলেন। সেই হিসাবে এক সময়ে তাঁর বেশ নামডাক হয়।
৭) রাজু শ্রীবাস্তব ছিলেন ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া কৌতুক শিল্পী। দেশ ছাড়াও বিদেশের মাটিতেও তিনি পারফর্ম দেখিয়েছেন।
৮) রাজু শ্রীবাস্তব ছিলেন উত্তর প্রদেশের ফিল্ম ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান। দীর্ঘদিন ধরেই তিনি এই পদ সামলেছেন।