টাটার এই শেয়ারে ৯ দিনে ৬৪০ কোটি টাকা কামালেন রাকেশ ঝুনঝুনওয়ালা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশে নতুন উড়ান ব্যবস্থা চালু করে শিরোনামে এসেছেন রাকেশ ঝুনঝুনওয়ালা। সম্প্রতি তার নতুন উড়ান ব্যবস্থা ‘আকাশা এয়ার’-কে দেশে উড়ান পরিষেবায় অংশগ্রহণ করার জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। সোমবার এই সুখবর দেওয়া হয় কেন্দ্রীয় অসামরিক পরিবহণ মন্ত্রকের তরফ থেকে।

Advertisements

জানানো হয়েছে ২০২৫ সালের মধ্যে এই নতুন বিমান সংস্থার হাতে আসবে ৭০ টির বেশি বিমান। রাকেশ ঝুনঝুনওয়ালার এই নতুন বিমান পরিসেবার পরিপ্রেক্ষিতে বিমান যাত্রার ক্ষেত্রে খরচ অনেকটাই কমবে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। ‘আকাশা এয়ার’-এর বিমানে ১৮০ জনের বেশি যাত্রী বহন করার উপর জোর দেওয়া হচ্ছে। ‘ভারতের ওয়ারেন বাফে’ নামে পরিচিত রাকেশ ঝুনঝুনওয়ালা সম্প্রতি নতুন বিমান পরিষেবা চালু করার ক্ষেত্রে শিরোনামে আসার পাশাপাশি সম্প্রতি তিনি শিরোনামে এসেছেন তার ভাগ্যের চমকানিতে।

Advertisements

জানা যাচ্ছে, টাটা মোটরসের শেয়ার থেকে মাত্র ৯ দিনে তিনি ৬৪০ কোটি টাকা কামিয়েছেন। বুধবার টাটা মোটরসের শেয়ার গত ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তরে পৌঁছে যায়। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে মহাষ্টমীর সকালে টাটা মোটরসের এক একটি শেয়ারের দাম ৫০২.৯ টাকা। এমনিতেই গত কয়েক মাস ধরে টাটা মোটরসের শেয়ার তরতরিয়ে উঠছে। শেষ এক মাসে টাটা মোটরসের শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে ৬০%। আর এই শেয়ারের দাম বৃদ্ধি পাওয়ার কারণেই রাকেশ ঝুনঝুনওয়ালা মাত্র ৯ সেশনে ৬৪০ কোটি টাকা কামিয়েছেন।

Advertisements

স্টক এক্সচেঞ্জ বিশেষজ্ঞদের সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসের ত্রৈমাসিকে রাকেশ ঝুনঝুনওয়ালা হাতে টাটা মোটরসের ৩,৭৭,৫০,০০০ টি শেয়ার রয়েছে। এখন তার এত লাভ করার কারণে রয়েছে, গত সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ বাজার বন্ধ হওয়ার সময় টাটা মোটরসের একেকটি শেয়ারের দাম ছিল ৩৩৩.৩৫ টাকা। বুধবার সেই সকল প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৫০২.৯ টাকা। অর্থাৎ মাত্র এই কয়েকটি দিনের মধ্যে নয়টি সেশনে এই সকল শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে শেয়ার প্রতি ১৬৯.৫৫ টাকা।

Advertisements