নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ কয়েক দশকের অপেক্ষার পর অবশেষে সোমবার উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের (Ram Mandir)। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনকে ঘিরে এখন সাজো সাজো রব দেশজুড়ে। একদিকে যেমন অযোধ্যায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, ঠিক সেই রকমই দেশের বিভিন্ন কোনাতেও শ্রীরামকে ঘিরে চলছে নানান অনুষ্ঠানের আয়োজন।
অযোধ্যায় এই রাম মন্দির উদ্বোধনের দিন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে তা নিয়ে কোন সন্দেহ নেই। কেননা দেশের বিভিন্ন প্রান্তের মানুষেরা অযোধ্যার রাম মন্দির দেখার জন্য উদগ্রীব হয়ে উঠেছেন। এমন পরিস্থিতিতে যাতে দেশের প্রত্যেক প্রান্তের মানুষ অযোধ্যার রাম মন্দির দেখতে পান তার জন্য রেলের (Indian Railways) তরফ থেকেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রেলের তরফ থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চালানো হবে আস্থা স্পেশাল ট্রেন (Astha Special Train)।
রেলের তরফ থেকে চালানো এই আস্থা স্পেশাল ট্রেনে চড়েই অযোধ্যার রাম মন্দির দর্শন করতে পারবেন দর্শনার্থীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আস্থা স্পেশাল ট্রেন ছাড়ার পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকেও আস্থা স্পেশাল ট্রেন ছাড়া হবে। পশ্চিমবঙ্গ থেকে ছাড়া এই ট্রেনের বিষয়ে নিশ্চিত করেছেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। এর পাশাপাশি তিনি জানিয়েছেন কবে এই ট্রেন ছাড়া হবে এবং ওই ট্রেনে চড়ে অযোধ্যার রাম মন্দির দেখতে যাওয়ার জন্য কত খরচ হবে।
পশ্চিমবঙ্গ থেকে প্রায় হাজার কিলোমিটার দূরে অযোধ্যার রাম মন্দির। অনেকেই রয়েছেন যারা ইতিমধ্যেই অযোধ্যার রাম মন্দির পৌঁছে গিয়েছেন। তবে রাম মন্দির দর্শনের জন্য যে আস্থা স্পেশাল ট্রেন ছাড়া হবে সেই ট্রেন আগামী ২৯ জানুয়ারি থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেবে। হাওড়া রেল স্টেশন থেকে ট্রেনটি রওনা দেবে অযোধ্যার উদ্দেশ্যে। মোট পাঁচটি ট্রেন ৫ দিন রওনা দেবে অযোধ্যার উদ্দেশ্যে এবং অযোধ্যার রাম মন্দির দর্শন করিয়ে ফের দর্শনার্থীদের ফিরিয়ে আনবে।
বিজেপি সাংসদ দিলীপ ঘোষ যা জানিয়েছেন তাতে আস্থা স্পেশাল ট্রেনে অযোধ্যার রাম মন্দির ঘুরতে যাওয়ার জন্য দর্শনার্থীদের ১৬০০ টাকা করে খরচ হবে। টাকা দিয়ে বুকিং নিতে হবে আগাম। সবচেয়ে বড় বিষয় হলো এই টাকার মধ্যেই রয়েছে যাতায়াত খরচ থেকে শুরু করে খাওয়া দাওয়া এবং রাম মন্দির দর্শনের সব খরচ। আস্থা স্পেশাল ট্রেনে চড়ে রাম মন্দির দর্শনের খরচ একেবারেই ন্যূনতম বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞদের তরফ থেকে।