Ram Mandir Darshan Time Changed: বদলে গেল রামলালা দর্শনের সময়! সুবিধা পাবেন ভক্তরা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সনাতন ধর্মাবলম্বী মানুষেরা দশকের পর দশক ধরে অযোধ্যার রাম মন্দিরের (Ram Mandir) অপেক্ষা করছিলেন। অবশেষে সেই স্বপ্নপূরণ হয় গত ২২ জানুয়ারি। যেদিন রাম মন্দির উদ্বোধনের পাশাপাশি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এরপর ২৩ জানুয়ারি থেকে তা ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। তবে ভক্তদের জন্য রাম মন্দিরের দরজা খুলে দেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই পরিবর্তন করা হলো দর্শনের সময়সূচী (Ram Mandir Darshan Time Changed)।

Advertisements

রাম মন্দির দর্শনের জন্য প্রতিবছর অন্ততপক্ষে ৫ কোটি পুণ্যার্থীদের অযোধ্যায় সমাগম হবে এমনটা প্রথম থেকেই আশা করা হয়েছে। তবে মন্দির উদ্বোধনের পর যে ভিড় দেখা যায় সেই ভিড় সেই আশাকে আরও কয়েকগুণ বৃদ্ধি করে দিয়েছে। উদ্বোধনের পর দিনই রামলালার দর্শনের জন্য রাত জেগে ভক্তদের অপেক্ষা করতে দেখা যায়। যখনই দর্শনের সময় হয় তখন রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়।

Advertisements

এমন সব পরিস্থিতির কথা মাথায় রেখে যাতে ভক্তরা আরও বেশি সময় পান রামলালা দর্শনের জন্য, যাতে আরও বেশি সংখ্যক ভক্ত রাম মন্দির এবং রামালালা দর্শন করতে পারেন তার জন্য সময় বাড়িয়ে দেওয়া হল। এর ফলে এখন দূর-দূরান্ত থেকে আসা লক্ষ লক্ষ পুণ্যার্থী, ভক্তরা উপকৃত হবেন, অনেক সুবিধা পাবেন।

Advertisements

আরও পড়ুন ? Ram Mandir Donation of Ambani: রাম মন্দিরকে কত টাকা উপহার দিয়েছে আম্বানি পরিবার! অবশেষে জানা গেল সঠিক অঙ্ক

রাম মন্দির ও রামলালা দর্শনের নতুন যে সময়সূচী করা হয়েছে সেই সময়সূচী জানার আগে দেখে নেওয়া যাক আগে কি সময়সূচী ছিল। প্রথমে রাম মন্দির ও রাম লালা দর্শনের জন্য যে সময় নির্ধারণ করা হয়েছিল তা হল সকাল সাড়ে ৬টায় রামলালার আরতির পর সকাল ৭টা থেকে ভক্তদের জন্য দরজা খুলে দেওয়া হতো। তারপর সকাল ১১:৩০ টা পর্যন্ত এবং দুপুরে ভোগের পর দুপুর ২টো থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল।

কিন্তু যেভাবে রাম মন্দির এবং রামলালা দর্শনের জন্য ভক্তদের ভিড় উপচে পড়েছে তাতে মন্দির কমিটি এই সময়সূচী বাড়াতে বাধ্য হয়েছে। এখন সময় বাড়িয়ে করা হয়েছে, সকাল ৬টা থেকে সাড়ে ১১ টা। এরপর শুরু হবে ভোগ। ভোগ হয়ে যাবার পর আবার রামলালার মন্দিরের দরজা খুলে দেওয়া হবে এবং দর্শনের জন্য ভক্তরা সময় পাবেন রাত ১০টা পর্যন্ত। ভোগ নিবেদন এবং আরতির জন্য যে সকল সময় রয়েছে সেই সময়গুলিতে কেবলমাত্র মন্দিরের দরজা সাধারণ ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হবে।

Advertisements