IRCTC Ramlala Darshan: তিন বেলা খাবার, জলের দরে রামলালা সহ উত্তর ভারত দর্শন, ট্রেন ছাড়বে জলপাইগুড়ি থেকে

নিজস্ব প্রতিবেদন : পর্যটকরা যাতে সস্তায় এবং কোনরকম চিন্তা ছাড়াই বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারেন তার জন্য IRCTC-র তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্যাকেজ ঘোষণা করা হয়ে থাকে। ঠিক সেই রকমই এবার রামলালা দর্শন সহ উত্তর ভারত দর্শনের (IRCTC Ramlala Darshan) জন্য একটি প্যাকেজ ঘোষণা করা হলো। যে প্যাকেজের আওতায় ভারত গৌরব স্পেশাল ট্রেন ছাড়বে বাংলার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে।

আইআরসিটিসির তরফ থেকে নতুন এই যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে সেই প্যাকেজের আওতায় পর্যটকদের কেবলমাত্র প্যাকেজ বুকিং করলেই সব চিন্তা শেষ। কেননা প্যাকেজের মধ্যেই রয়েছে তিন বেলা খাবার থেকে শুরু করে যাত্রাকালীন কেউ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা, থাকা, বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখানোর জন্য যানবাহন সমস্ত কিছু। মোটের উপর পর্যটকরা একেবারে কোনরকম চিন্তা ছাড়াই নিশ্চিন্তে এই সকল দর্শনীয় স্থান ঘুরতে পারবেন।

আইআরসিটিসির ঘোষণা অনুযায়ী এই ট্রেনটির যাত্রা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শুরু হলেও মালদা টাউন, রামপুরহাট, দুমকা, ভাগলপুর, জামালপুর, কুইল এবং পাটনা থেকেও যাত্রীরা উঠতে পারবেন। আগামী ১৮ মে যাত্রা শুরু হবে এবং যাত্রা শেষ হবে ২৬ মে। এই সফরের জন্য মোট ৮২০ টি স্লিপার সিট রয়েছে। ইতিমধ্যেই এই ট্যুরের জন্য বুকিং শুরু হয়ে গিয়েছে। সিট সংখ্যা সীমিত থাকার কারণে যারা ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তাদের এখন থেকেই টিকিট বুকিং করে নিতে হবে বা পারবেন।

আরও পড়ুন 👉 IRCTC New Rule: ট্রেনের কনফার্ম টিকিট বাতিল করা মানেই মাথায় হাত! এখন এত টাকা কেটে নিচ্ছে IRCTC

এই প্যাকেজের আওতায় পর্যটকদের ঘুরিয়ে দেখানো হবে মাতা বৈষ্ণোদেবী, হরিদ্বার, ঋষিকেশ, মথুরা, বৃন্দাবন এবং অযোধ্যা। মোট ৮ রাত এবং ৯ দিনের তোর প্যাকেজ ঘোষণা করা হয়েছে আইআরসিটিসির তরফ থেকে। এই প্যাকেজ অনুযায়ী যে সকল পুণ্যার্থীরা এখনো রামলালা সহ উত্তরবঙ্গের ওই সকল পর্যটনকেন্দ্রগুলির ঘুরে দেখার সুযোগ করে উঠতে পারেননি তারা সহজেই দর্শন করার সুযোগ পাবেন।

IRCTC-র তরফ থেকে ঘোষণা করা এই প্যাকেজের আওতায় যারা ভ্রমণ করতে যাবেন তাদের মাথাপিছু ১৭৯০০ টাকা করে খরচ করতে হবে। অন্যান্য ক্ষেত্রে যদি এই সকল জায়গা এতদিনের জন্য দর্শন করতে যাওয়া হয় তাহলে খরচ অনেক বেশি পরে। এছাড়াও এই প্রসঙ্গে মনে রাখতে হবে, ভারত গৌরব ট্রেন প্রকল্পের আওতায় ভারতীয় রেলের তরফ থেকে প্রায় ৩৩ শতাংশ ছাড় দেওয়া হয়ে থাকে। সুতরাং কতটা সস্তায় এই ভ্রমণ করা যেতে পারে তা হিসাব করলেই টের পাওয়া যায়।