‘বলিউডে স্বজনপোষণ আছে’, নিজেকে উদাহরণ দিয়ে অকপট স্বীকারোক্তি রণবীর কাপুরের

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর থেকেই বলিউডের স্বজনপোষণের অভিযোগ উঠে আসছে বারবার। আর এই সূত্রে উঠে আসছে বলিউড অভিনেতা রণবীর কাপুরের নামও। হ্যাঁ, কারণ তিনি কাপুর পরিবারের। তাঁর দাদু, বাবা প্রত্যেকেই ছিলেন নামকরা অভিনেতা। তাঁদের উত্তরসূরি হিসেবে তিনি অভিনয়কে পেশা হিসেবে গ্রহণ করেছিলেন। আর তিনি যে পরিবার সূত্রেই অভিনয় জগতে এসেছেন একথা তিনি নিজের মুখেই স্বীকার করে নিয়েছেন।

Advertisements

Advertisements

‘জগ্গা জাসুস’ সিনেমার প্রচার করার সময় জনপ্রিয় অভিনেতা রণবীরের সামনে স্বজনপোষণের প্রশ্নটি ওঠে। আর সেই প্রশ্ন উঠলে তিনি অকপট ভাবেই জানান, “স্বজনপোষণ সর্বত্রই রয়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয়তো আর একটু বেশি রয়েছে। আমি নিজেই এর সৃষ্টি। এক্ষেত্রে আমার দাদু রাজ কাপুর কঠোর পরিশ্রম করেছিলেন। দাদুর দৌলতেই আমার বাবা খুব সহজে সুযোগ পেয়ে যান। আমার সন্তানরাও যাতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুযোগ পায় তার জন্য আমি পরিশ্রম করবো। আমি চাইব আমার সন্তানেরাও সুযোগ পাক।আর স্বজনপোষণ বংশানুক্রমে পেশায় আসা সেটা অবশ্যই রয়েছে, আর অস্বীকার করার জায়গা নেই কারণ এর উদাহরণ আমি নিজেই।”

Advertisements

তবে বংশানুক্রমে পেশায় আসার ক্ষেত্রে যেমন সুবিধা রয়েছে তেমনি অসুবিধাও রয়েছে। রনবীর কাপুর এপ্রসঙ্গে জানান, “স্বজনপোষণ ও বংশানুক্রমে পেশায় আসার একটি অসুবিধাও আছে। আমি যেমন আমার পরিবারের জন্য সুযোগ পেয়েছি।এজন্য তুমি যদি সফল হও তবু তুমি সেই কৃতিত্ব পাবে না। কারণ সকলে সেই সাফল্যের দিকে তাকিয়ে থাকবে। বলবে পরিবারের সূত্রে পেয়েছি।”

রণবীর পরিবার সূত্রে বলিউডে স্থান পেলেও তিনি নিজেকে প্রমাণ করতে চান এবং নিজের সেরাটা পৌঁছে দিতে চান দর্শকদের কাছে। আর যা নিয়েই তিনি জানান, “আমি আমার পরিবারের সূত্রে বহিরাগতদের থেকে অনেক বেশি সুযোগ পেয়েছি। এটা সত্যি। আমি যে সুযোগ পেয়েছি এর জন্য আমি কৃতজ্ঞ। তবে এর সুযোগ আমি নিতে চাই না। নিজেকে আমি আরও বেশি করে প্রমাণ করতে চাই, সেরাটা উজাড় করে দিতে চাই।”

তবে রণবীর কাপুর এটাও মনে পড়িয়ে দেন বলিউডের স্বজনপোষণ থাকলেও এবং বংশপরম্পরায় কাজ করার সুযোগ পেলেও নিজেদের প্রতিভা না থাকলে এখানে টিকে থাকাটা সম্ভব নয়। অর্থাৎ রণবীরের কথা অনুযায়ী স্বজনপোষণ বা বংশপরম্পরায় কাজ মিললেও নিজেদের প্রতিভাকে এখানে তুলে ধরতে হয়। আর এমনটা না হলে যেকোনো সময় ছিটকে যেতে হতে পারে। বলিউডের ক্ষেত্রে এমন উদাহরণও রয়েছে।

Advertisements