Rank of India in the list of Peaceful Countries: সম্প্রতি দেশের অর্থনৈতিক দিকের বিচারে তালিকায় পঞ্চম স্থান অধিকার করেছে আমাদের দেশ ভারত। সেই তথ্য মারফত জানা গেছে আমাদের দেশে মাথাপিছু আয় এর পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তাই অর্থনৈতিক দিক থেকেও বেশ কিছুটা উন্নত হচ্ছে আমাদের দেশ। সম্প্রতি আবার বিশ্বের সবথেকে শান্তিপূর্ণ দেশের তালিকা প্রকাশ করেছে ইন্সটিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস (List of Peaceful Countries)। এই তালিকায় প্রথম ১০-এ জায়গা পেয়েছে এশিয়ার মাত্র ২টি দেশ। জানতে চান শান্তিপূর্ণ দেশের তালিকায় ঠিক কত নম্বরে আছে আমাদের ভারত? আজ এই প্রতিবেদনে সেই সম্পর্কেই বিস্তারিত তথ্য জানাবো আপনাদের।
সম্প্রতি বিভিন্ন দেশের অভ্যন্তরীণ সংঘাত, পরিকল্পিত হিংসা, খুন, রাজনৈতিক অস্থিরতা, জেলবন্দির সংখ্যা ইত্যাদি মোট ২৩ টি সূচকের উপর নির্ভর করে ইন্সটিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস সংস্থাটির দ্বারা প্রকাশ করা হয়েছে এই বিশেষ তালিকা। ইন্সটিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস সংস্থাটি মূলত গ্লোবাল পিস ইনডেক্স বা জিপিআই নামে পরিচিত। বিভিন্ন দেশের শান্তিপূর্ণ পরিবেশ পর্যালোচনা করে তারা (List of Peaceful Countries)। এই তালিকা অনুযায়ী জানা গেছে বিশ্বের সবথেকে শান্তিপূর্ণ দেশ হিসেবে শীর্ষ স্থানে রয়েছে আইসল্যান্ড। দ্বিতীয় ও তৃতীয় স্থানে পেয়েছে ডেনমার্ক ও আয়ারল্যান্ড।
জিপিআইতে ১-৫ পয়েন্ট পাওয়ার অনুযায়ী প্রত্যেকটি দেশকে নির্দিষ্ট পয়েন্ট দেওয়া হয়েছে। এর মধ্যে শীর্ষ স্থানে থাকা আইসল্যান্ডের পয়েন্ট ১.১২৪। ডেনমার্ক ও আয়ারল্যান্ড এর পয়েন্ট ১.৩১ ও ১.৩১২। বিশ্বের শান্তিপূর্ণ দেশের তালিকা প্রথম ১০ এর মধ্যে উপস্থিত রয়েছে এশিয়ার মাত্র দুটি দেশ, একটি সিঙ্গাপুর এবং অপরটি জাপান। এই তালিকার ৬ নম্বর স্থানে অবস্থান করছে সিঙ্গাপুর। এর স্কোর ১.৩৩২। এই তালিকাতে জাপানের স্থান ৯ নম্বর। জাপানের মোট স্কোর পয়েন্ট হলো ১.৩৩৬। জাপান এর আগে এই তালিকায় ভালো ফল করলেও গত বছর দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে খুন হন এক আততায়ীর গুলিতে। এ কারণেই তালিকায় পিছিয়ে পড়েছে এই দেশ।
বিশ্বের শান্তিপূর্ণ দেশগুলির তালিকায় প্রথম ১০ এ স্থান করে নিয়েছে নিউজিল্যান্ড, অস্ট্রিয়া, স্লোভেনিয়া, পর্তুগাল ও সুইজারল্যান্ড। তবে এই তালিকায় ১০০-র মধ্যেও জায়গা করে নিতে পারেনি আমাদের দেশ ভারত (List of Peaceful Countries)। সংস্থার পক্ষ থেকে তালিকাতে মোট ১৬৩ টি দেশের র্যাঙ্ক প্রকাশ করা হয়েছে। ১৬৩ টি দেশের মধ্যে ১২৬ তম স্থানে অবস্থান করছে আমাদের দেশ। তবে সব থেকে জনবহুল দেশের অবস্থানের ভিত্তিতে ভারতের এই ফলাফল কিছুটা ভালো বলে ধরা যায়। এই তালিকা অত্যন্ত খারাপ ফল করেছে বেশ কয়েকটি বিদেশী দেশ। তারা হলো মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইজরায়েল, তুর্কি ও ইরান। বিশ্বের সবচেয়ে অশান্ত দেশ হিসেবে তালিকার একেবারে শেষে জায়গা পেয়েছে আফগানিস্তান।