আজকের রানু মন্ডলের বায়োপিক, চরিত্রে এই অভিনেত্রী

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : রানাঘাটের লতাকন্ঠি রানু মন্ডল সোশ্যাল মিডিয়ার দৌলতে রেলস্টেশনের ভবঘুরে থেকে পাড়ি দেন বলিউডে। সোশ্যাল মিডিয়ায় সেনসেশন হয়ে ওঠা রানু মন্ডল একসময় নিজের উন্নতির শিখরে পৌঁছে যান। তবে পরবর্তীকালে তার অনুরাগীদের প্রতি খারাপ ব্যবহার এবং ভাগ্যচক্রে ফিরে আসতে হয় আগের অবস্থায়। আর এবার রানু মন্ডলকে নিয়ে আসছে একটি বায়োপিক।

রানু মন্ডলের জীবনের কাহিনী পর্দায় তুলে ধরতে চলেছেন ‘কুসুমিতার গপ্পো’ খ্যাত পরিচালক ঋষিকেশ মন্ডল। আর এই বায়োপিক আসার খবর ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে কৌতূহল রানু মন্ডলের চরিত্রে অভিনয় করবেন কোন অভিনেত্রী। কৌতুহল তো হবেই, কারন এক সময় এই রানু মন্ডলই তো সকলের কৌতূহলের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন।

রানু মন্ডলের বায়োপিকের পরিচালক ঋষিকেশ মন্ডল জানিয়েছেন, এই বায়োপিকে রানু মন্ডলের চরিত্রে অভিনয় করছেন ‘সেক্রেড গেমস’ সিরিজ খ্যাত অভিনেত্রী ঈশিকা দে। রানাঘাট রেল স্টেশনে ভবঘুরের মত গান করে জীবনযাপন করা রানু মন্ডলের বায়োপিক তৈরি করার জন্য দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে কাজ চালাচ্ছেন ঋষিকেশ মন্ডল। তবে এই কাজ এবার শেষের দিকে বলেই জানা যাচ্ছে তার থেকে।

রানু মন্ডলের এই বায়োপিকের নামকরণ সম্পর্কে পরিচালক ঋষিকেশ মন্ডল জানিয়েছেন, এই বায়োপিকের নাম রাখা হচ্ছে ‘মিস রানু মারিয়া’। যে সিনেমায় অভিনেত্রী ঈশিকা দেকে দেখা যাবে রানু মন্ডলের বিভিন্ন সময়ের সাজে ও রুপে। এই সিনেমায় সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকছেন সুরজিৎ, সিধু এবং নীলাকাশ।

দীর্ঘ আলোচনা এবং পর্যালোচনার পর আগামী নভেম্বর মাসে এই সিনেমার শুটিং শুরু হবে বলে জানা যাচ্ছে। শুটিং শেষে আগামী বছর অর্থাৎ ২০২২ সালের মার্চ মাসে পর্দায় দেখা যাবে রানু মন্ডলকে।

রানু মন্ডল নিজের গানের দৌলতে মুম্বই পাড়ি দিলেও সেই সবদিন এখন আবার অতীতে পরিণত হয়েছে। আবার আগের মতোই তার জীবন কাটছে বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে স্থানীয় কিছু মানুষ এবং ক্লাবের সহযোগিতায় তিনি কষ্টের সঙ্গেই রয়েছেন। অন্যদিকে তিনি সেলিব্রিটি হয়ে ওঠার পর যে সকল মানুষেরা তার কাছে আসার চেষ্টা করেছিল তাদের একাংশও নাকি এখন আর তার খোঁজ নেন না।