রাণু মন্ডলের নতুন গান আসতেই সমালোচনা সোশ্যাল মিডিয়ায়

Shyamali Das

Updated on:

নিজস্ব প্রতিবেদন : রানাঘাটের রানু মন্ডল, এক কথায় তাঁকে সবাই চেনেন। কয়েকমাস আগে রানাঘাট স্টেশনে গান গেয়ে দিন চালাতেন তিনি, কিন্তু তারপরই একদিন তাঁর গলায় ‘এক প্যার কা নাগমা হ্যা’, গানটিতে মেতে ওঠে নেটিজেনরা। তাঁর সুরের যাদুতে মুম্বাই থেকে ডাক আসে বড় বড় মিউজিক ডাইরেক্টরদের। হিমেশ রেশমিয়ার সাথে এক সুরে গান বাঁধেন তিনি। এছাড়াও নানান রিয়ালিটি শোতে মঞ্চ মাতাতে দেখা গেছে তাঁকে।

কিন্তু তাঁর গুণ তাঁকে যত তাড়াতাড়ি উন্নতির শিখরে নিয়ে যায়, তত তাড়াতাড়ি তাঁর ভক্তদের সংখ্যা কমতে থাকে, তাঁর ব্যবহারের জন্য। বারংবার ভক্তদের সাথে এমনকি মিডিয়ার লোকেদের সাথে বাজে ব্যবহার করতে দেখা গেছে রানু মণ্ডলকে। সেই রানু মণ্ডলকে আবার শোনা গেলো নতুন গানে। গায়ক কৌশিক রায়ের সাথে ‘কোরা কাগজ থা ইয়ে মান মেরা’, এই কাল জয়ী গানটি ডুয়েটে গেয়েছেন তিনি আর সেই গান প্রকাশ্যে আসতেই পুনরায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনার সম্মুখীন হলেন তিনি।

ভিডিওটি ইতিমধ্যেই ৫ লক্ষ্যের বেশি লোক দেখেছেন এবং দেড় হাজারের বেশি শেয়ার হয়েছে। তেমন ভাবেই সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে। অনেকে সমালোচনা করে বলেছেন যে, এই বিখ্যাত গানটির অবমাননা করেছেন রানু মন্ডল। তবে ব্যবহারের জন্যই কি হারিয়ে যাবে রানু মন্ডল? উঠছে প্রশ্ন।