ফুরিয়ে যান নি! ফের স্টুডিতে ঝড় তুললেন লতাকণ্ঠি রানু মণ্ডল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যারা রাতারাতি সেলিব্রিটি হয়ে উঠেছেন তাদের মধ্যে অন্যতম একজন রানু মন্ডল (Ranu Mondal)। রানু মন্ডল কেবলমাত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে সেলিব্রেটি হয়ে ওঠা একজন তারকা নন, পাশাপাশি তিনি এমন একজন ভাইরাল তারকা যিনি বলিউড পর্যন্ত পাড়ি দিয়েছিলেন। যদিও ভাগ্য দোষে পরবর্তীতে ফের নদীয়ার রানাঘাটের এক কোণে এখন তার দিন কাটছে।

Advertisements

সোশ্যাল মিডিয়ার একসময়ের সেন্সেশন রানু মন্ডল সেলিব্রেটি হয়ে ওঠার পর তার অনুরাগীদের অভাব ছিল না। তবে বিভিন্ন সময় তিনি এমন এমন আচরণ করেছিলেন যা তার অনুরাগীদের মন ভেঙে দিয়েছিল। এই সকল ঘটনাকে অনেকেই রানু মন্ডলের অহংকার বলে অভিযোগ করেছিলেন, আবার অনেকেই তার মানসিক পরিস্থিতিকে দায়ী করেছিলেন। তবে এমন পরিস্থিতিতেও রানু মন্ডল এখনো ফুরিয়ে যাননি! কেননা ফের একবার স্টুডিওতে গান গাওয়ার সুযোগ পেয়েই নিজের প্রতিভার প্রমাণ দিলেন।

Advertisements

রানাঘাট রেল স্টেশনের ভিক্ষাবৃত্তির জীবন কাটিয়ে বলিউড ঘুরে বর্তমানে নিজের জঞ্জালে ভরা বাড়িতেই দিন কাটছে রানু মন্ডলের। তার এই বাড়িতেই বিভিন্ন সময় বহু ধরনের ইউটিউবারদের আগমন ঘটতে দেখা যায়। এরই মধ্যে সম্প্রতি তিনি একটি স্টুডিওতে গান গাওয়ার সুযোগ পান। সেই সুযোগ পেতেই কিশোর রায় নামে এক শিল্পীর সঙ্গে যুগলবন্দী বাঁধেন। যেখানে তাকে লতা মঙ্গেশকরের গান গাইতে শোনা যায়।

Advertisements

সম্প্রতি স্টুডিওতে গাওয়া রানু মন্ডল ও কিশোর রায়ের কন্ঠে ‘আমার স্বপ্ন যে সত্যি হলো আজ’ ব্যাপক ভাইরাল হয়েছে। এই গানটি অনুসন্ধান সিনেমার গান। যেখানে গিয়েছিলেন কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর। সেই গান রানু মন্ডলের কন্ঠে নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই এই গানে এক লক্ষের বেশি রিঅ্যাকশন পড়েছে এবং সাড়ে তিন হাজারের বেশি মানুষ তা শেয়ার করেছেন। কমেন্টের সংখ্যাও নেহাত কম নয়, প্রায় সাড়ে চার হাজার।

তবে রানু মন্ডলের কন্ঠে এই গান শোনার পর কমেন্ট বক্স ভরে গিয়েছে মিশ্র প্রতিক্রিয়ায়। কেউ কমেন্টে লিখেছেন, মানসিকভাবে অসুস্থ এই মহিলাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের ইউটিউবাররা সুবিধা নিচ্ছেন। আবার কেউ কেউ গান শুনে মুগ্ধ হয়ে সাধুবাদ দিয়েছেন। এর পাশাপাশি অনেকেই রয়েছেন যারা রানু মন্ডলের এমন মানসিক পরিস্থিতির মধ্যেও তাকে এইভাবে গাইতে দেখে নতুন করে আশার আলো দেখছেন।

Advertisements