সামনে এলো রানু মন্ডল ও হিরো আলমের জুটির গান ‘তুমি ছাড়া আমি’

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : এপার বাংলার রানু মন্ডল আর ওপার বাংলার হিরো আলম, এই দুজনকে সোশ্যাল মিডিয়ার নাগরিকরা চেনেন না এমন নয়। বলাই বাহুল্য সোশ্যাল মিডিয়ায় এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল যারা এদের দু’জনকে চেনেন না।

Advertisements

রানু মন্ডল রানাঘাট রেল স্টেশনের একজন ভবঘুরে ছিলেন। তারপর খালি গলায় তার গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তিনি রাতারাতি সেলিব্রেটি হয়ে ওঠেন। পাড়ি দেন বলিউড সহ দেশের বিভিন্ন প্রান্তে। অন্যদিকে বাংলাদেশের হিরো আলম সবসময় ট্রেন্ডিংয়ে থাকা বিষয় অথবা মানুষজনদের নিয়ে কাজ করতে ভালোবাসেন।

Advertisements

হিরো আলম যে সকল ভিডিও তৈরি করে থাকেন তা নিয়ে কম হাসি-ঠাট্টা হয় না। তবে তিনি এই ভাবেই দিনের পর দিন নিজেকে এগিয়ে নিয়ে চলেছেন এবং সোশ্যাল মিডিয়া জগতে আলাদা মাত্রা এনে দিয়েছেন। সেই রকমই সম্প্রতি হিরো আলম এপার বাংলার দুই ট্রেন্ডিং ব্যক্তি ভুবন বাদ্যকর ও রানু মন্ডলের সঙ্গে গান রেকর্ডিং করেন।

Advertisements

গত কয়েকদিন আগে গান রেকর্ডিং করার জন্য হিরো আলম বাংলাদেশ থেকে আসেন কলকাতায় এবং নদীয়া থেকে কলকাতায় পৌঁছান রানু মন্ডল। এরপর তারা কলকাতার একটি স্টুডিওতে গান রেকর্ডিং করেন। সেই গান এবার সামনে এনেছেন হিরো আলম।

হিরো আলম তার ইউটিউব চ্যানেলে রানু মন্ডলের সঙ্গে গাওয়া গানটি আপলোড করেছেন। আপলোড হওয়া সেই ভিডিওটিতে লক্ষ্য করা যাচ্ছে দু’জনে একটি স্টুডিওতে গান করছেন ‘তুমি ছাড়া আমি’। ভিডিওটি আপলোড হওয়ার পর ইতিমধ্যেই সাড়ে চার লাখের কাছাকাছি দর্শকরা এই ভিডিওটি দেখে ফেলেছেন।

Advertisements