‘বিয়ের জন্য পাত্রী রেডি’, কনে সেজে ক্যামেরার সামনে রানু, গাইলেন গানও

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : নদীয়ার রানাঘাট রেল স্টেশনে ভিক্ষা করে দিনযাপন করতেন রানু মন্ডল। ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করলেও তার কন্ঠে যেন বিরাজ করে খোদ সরস্বতী। লতা মঙ্গেশকরের বিভিন্ন গান গেয়ে তিনি ভিক্ষাবৃত্তি করতেন। এই ভিক্ষাবৃত্তি করার সময় যে গান গাইতেন সেই গান একদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে রাতারাতি তিনি সেলিব্রেটিতে পরিণত হন।

Advertisements

রানু মন্ডল সেলিব্রেটিতে পরিণত হওয়ার পর তিনি বলিউড পর্যন্ত পাড়ি দিয়েছেন। হিমেশ রেশমিয়ার সঙ্গে গান করার সুযোগ পেয়েছিলেন তিনি। এমনকি মিউজিক ভিডিও রিলিজ হয়। তবে ভাগ্যের পরিহাসে রানু মন্ডল বর্তমানে সেই আগের মতই জীবনে ফিরে এসেছেন। এখন তার ঠাঁই হয়েছে সেই রানাঘাটের ঝোপঝাড়ে ভর্তি ভাঙা বাড়িতে।

Advertisements

রানু মন্ডলের এমন পরিস্থিতির জন্য তার অনুরাগীরা তার ব্যবহারকেই দায়ী করেছেন। আবার অনেকে তার ব্যবহারকে দায়ী না করে তার আধ পাগলা পরিস্থিতিকে দায়ী করেছেন। আসলে রানু মন্ডল সত্যিই মানসিক দিক দিয়ে সাধারণ আর পাঁচটা মানুষের মত নয়। অন্যদিকে রানু মন্ডলের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন ইউটিউব আর সহ ভিডিও ক্রিয়েটররা নানান ধরনের ভিডিও তৈরি করে তার সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন। সেই রকমই এবার একটি ভিডিওতে রানু মন্ডলকে দেখা গেল কনের সাজে।

Advertisements

সম্প্রতি এই নতুন সাজে সাজিয়ে রানু মন্ডলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে এবং সেই ভিডিও নিয়ে শুরু হয়েছে চরম মস্করা। যে ভিডিওতে দেখা যাচ্ছে ভানু মন্ডল কনের সাজে সেজে টুম্পা সোনা গান গাইছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর ভাইরাল হয়েছে এবং সোশ্যাল মিডিয়ার দর্শকরা তা বেশ উপভোগ করছেন।

এই ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে, ‘বিয়ের জন্য পাত্রী রেডি ,,?
পাত্র চাই,,যোগাযোগ,707310****?’। তবে রানু মন্ডলের অনুরাগীদের অনেকেই এর প্রতিবাদ জানিয়েছেন। অনেকের মতে একজন মানসিক ভারসাম্যহীন মানুষকে নিয়ে এই ধরনের ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড না করাই ভালো।

Advertisements