নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ার সৌজন্যে রানাঘাট রেল স্টেশনের রানু মন্ডল রাতারাতি সেলিব্রিটি হয়ে বলিউডে পাড়ি দেন। খুব অল্প সময়ের মধ্যে দেশজুড়ে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। তবে এই জনপ্রিয়তার পাশাপাশি দিন কয়েকের মধ্যেই তাকে ঘিরে শুরু হয় নানান বিতর্ক। রানু মণ্ডলের অবাঞ্ছিত আচরণ তার অনুরাগীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে। যার পরেই আবার তিনি হারিয়ে যেতে বসেন অনুরাগীদের মন থেকে। তবে সে যাইহোক আবার তার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে।
রানু মণ্ডলের জীবনের গ্রাফ যেমন রকেটের গতিতে ঊর্ধ্বমুখী হয়, ঠিক তেমনি রকেটের গতিতে পড়তে থাকে। লকডাউন চলাকালীন কাজ হারিয়ে এবং মানুষের কাছে বীতশ্রদ্ধ হয়ে পুনরায় তাকে অতীব কষ্টের সাথে জীবনযাপন করতে হয়। জানা গিয়েছে, দীর্ঘ এই লকডাউন চলাকালীন তাকে পুনরায় আগের জীবনের মত এর ওর কাছে হাত পেতে দিন অতিবাহিত করতে হয়। তবে নভেম্বর মাসে পুনরায় সে কাজের ডাক পেতে শুরু করেন।
নভেম্বর মাসেই তিনি বলিউডের একটি সিনেমায় গান গাওয়ার ডাক পান। ধীরজ মিশ্রর ‘সরোজিনী’ ছবিতে রানু মন্ডল গান গাইবেন। আর ভি রাজমিস্ত্রীর প্রথম রোম্যান্টিক ছবি ‘সীতামগর’-এও গান গাইবেন তিনি। আর এর পাশাপাশি এবার তিনি জনপ্রিয় গায়ক রূপঙ্করের সাথে গলা মেলালেন।
ডিজিটাল কনসার্টের মঞ্চে রূপঙ্কর বাগচীর সাথে গলা মিলিয়েছেন রানাঘাট রেল স্টেশনের রানু মন্ডল। ইতিমধ্যেই সেই কনসার্টের শুটিং সারা হয়ে গিয়েছে নরেন্দ্রপুর গানঘর স্টুডিওতে। আর এই গান খুব তাড়াতাড়ি শোনা যাবে বলে জানিয়েছেন রূপঙ্কর বাগচী। রূপঙ্কর বাগচীর সাথে রানু মন্ডল প্রথম মঙ্গেশকর এবং আশাজির গানই গেছেন বলে জানা গিয়েছে অতীন্দ্রর মুখ থেকে। আর এই খবর সামনে আসতেই রানু অনুরাগীদের মধ্যে হইচই পড়ে গেছে।
তবে কবে এই ডিজিটাল কনসার্টের ভিডিও সামনে আসবে তার সম্পর্কে অতীন্দ্র জানিয়েছেন, “আগামী দু-একদিনের মধ্যেই কোন প্লাটফর্মে এবং কোন দিন এই ডিজিটাল কনসার্টের ভিডিও দেখা যাবে তা জানিয়ে দেওয়া হবে।”