নগদ লেনদেনে যুগান্তকারী পরিবর্তন আনছে RapiPay, চালু হলো মাইক্রো ATM

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতে ডিজিটাল লেনদেন দিনের পর দিন জনপ্রিয়তা লাভ করলেও বিপুল সংখ্যক মানুষ নগদ কালচারে অভ্যস্ত। নগদ কালচারে অভ্যস্ত বিপুলসংখ্যক মানুষ বললেও ভুল হবে, কারণ নগদ ব্যবহার করতে ভালবাসেন ভারতের অধিকাংশ মানুষই। যে কারণে ডিজিটাল লেনদেন যতই বাড়ুক নগদের চাহিদা সব সময় থেকেই যাচ্ছে। আর এই নগদের চাহিদা মেটাতে মানুষ দিনের পর দিন নির্ভরশীল হয়ে উঠছেন এটিএমের উপর। আর এই জায়গাকেই আরও ত্বরান্বিত করতে ভারতের চালু হয়ে গেল মাইক্রো এটিএম।

Advertisements

Advertisements

ভারতে এই মাইক্রো এটিএম চালু করল Fintech RapiPay নামের সংস্থা। ইতিমধ্যেই গত এক মাসে ২৫,০০০ এমন মাইক্রো এটিএম ডিভাইস ইনস্টল করা হয়েছে বলে দাবি করেছেন র‌্যাপি পে-এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও যোগেন্দ্র কাশ্যপ। আগামী দু’বছরের মধ্যে কয়েক লক্ষ এমন মাইক্রো এটিএম ডিভাইস দেশের বিভিন্ন প্রান্তে ইন্সটল করার লক্ষ্য রয়েছে তাদের বলেও জানিয়েছেন তিনি। এই সংস্থা রিটেল নেটওয়ার্ক তৈরি করে গ্রাহকদের নগদ পাওয়ার ক্ষেত্রে পরিষেবা দিয়ে থাকবে।

Advertisements

নতুন প্রযুক্তির এই মাইক্রো এটিএম ব্যবস্থা নিয়ে আসা সংস্থার আশা এই প্রক্রিয়া আগামী দিনে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শহর এবং গ্রামাঞ্চলের প্রান্তিক নাগরিকদের কাছে বিপুল জনপ্রিয় হয়ে উঠবে এবং তাদের জীবনে যুগান্তকারী পরিবর্তন আনবে। পাশাপাশি এই ব্যবস্থার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ রোজগারের পথ দেখবেন। কারণ সংস্থার তরফ থেকে এই প্রকল্প বাস্তবায়িত করার জন্য রিটেলারদের বিসি মডেলের এজেন্ট হিসাবে নিয়োগ করা হবে।

এই নতুন ব্যবস্থা চালু হলে নাগরিকদের দূর-দূরান্তে এটিএম খোঁজার জন্য ছুটে যেতে হবে না। নিকটবর্তী র‍্যাপি পে সাথী স্টোরে গেলেই সহজে নগদ অর্থ পেয়ে যাবেন। এর পাশাপাশি এই স্টোরগুলিতে অন্যান্য যেসকল পরিষেবা নাগরিকদের দেওয়া হবে সেগুলি হল এইপিএস এবং টাকা ট্রান্সফার, বিল ও করের পেমেন্ট ইত্যাদি।

Advertisements