নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক ধরেই রাজ্যের বিভিন্ন সমুদ্র অথবা নদী তীরবর্তী এলাকায় নানান ধরনের মাছ জালে ওঠার খবর পাওয়া যাচ্ছে। সে সকল মাছগুলি বিশালাকৃতির হওয়ার পাশাপাশি সেগুলি অনেক দামে বিক্রি হওয়ার ফলে হাসি ফুটছে মৎস্যজীবীদের মুখে। তবে এসবের মধ্যে এমন একটি আজব মাছ ধরা পড়েছে এক তাঁতির ছিপে যা রীতিমত এলাকার মানুষদের মধ্যে উৎসাহ জাগিয়ে তুলেছে।
আজব এই মাছ ধরা পড়েছে নদীয়ায়। নদীয়ার শান্তিপুরের ফুলিয়ার চটকা তলার তপন বসাক নামে এক ব্যক্তি এই আজব মাছটি ধরেছেন ছিপে। তিনি পেশায় একজন তাঁতি অর্থাৎ তাঁত বুনে জীবনযাপন করেন। তবে শখ হোক অথবা অবসর সময় তিনি গঙ্গায় যান মাছ ধরার জন্য। সেরকমই গত সপ্তাহের বুধবার তিনি ফুলিয়ার তারাপুরের গঙ্গার বাঁধে মাছ ধরতে গিয়ে এই মাছটি ধরেন।
মাছটি তার ছিপে ওঠার পরেই তিনি রীতিমতো অবাক হয়ে যান। কারণ এর আগেও নানান ধরনের মাছ তিনি ধরে থাকলেও এই মাছ কোনদিন ধরেননি অথবা দেখেননি। একেবারে নতুন ধরনের এই মাছটি দেখে তিনি তো কি করবেন তা বুঝেই উঠতে পারছিলেন না। শেষমেষ তিনি মাছটিকে নিজের বাড়িতে নিয়ে আসেন এবং একটি পাত্রে জল দিয়ে রাখেন। তবে এই মাছটি তিনি ফের গঙ্গায় ছেড়ে দেবেন বলে জানিয়েছেন। কারণ এই আজব মাছ তারা খাবেন না।
মাছটির সঠিক নাম সম্পর্কে কিছু জানা যায়নি। তবে অনেকেই এই মাছটিকে ক্রোকোডাইল ফিস বলছেন। মাছটির গঠন অনেকটা তিমির মত। মাছের গায়ে যে আঁশ রয়েছে সেই আঁশও একেবারেই আলাদা ধরনের এবং রং-ও আলাদা ধরনের। মাছটি এলাকার বাসিন্দাদেরও অবাক করেছে।
সবচেয়ে অবাক করেছে এই মাছের মুখ। কারণ সাধারণত মাছের মুখছিদ্র যে জায়গায় দেখা যায় সেই জায়গায় নেই এই মাছটির ক্ষেত্রে। বরং এর মুখছিদ্র রয়েছে মাছের মাথার একেবারে নিচের দিকে। এখন এই মাছটি দেখতে তপন বসাকের বাড়িতে ভিড় জমাচ্ছেন এলাকার বাসিন্দারা।