দুই সাপের লড়াইয়ের বিরল মুহূর্ত, সাক্ষী থাকলো বীরভূমের খয়রাশোল

Laltu Mukherjee

Updated on:

Advertisements

লাল্টু : দুই সাপের লড়াই মানেই বিরল দৃশ্য। আর এই বিরল দৃশ্যের সাক্ষী থাকলো এবার বীরভূমের খয়রাশোল। খয়রাশোল থানার অন্তর্গত কেন্দ্রগড়িয়া গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর গ্রামে এমন বিরল দৃশ্য দেখা যায় বুধবার। আর সেই দৃশ্য এলাকার বাসিন্দাদের সামনে করতেই তারা তা ক্যামেরাবন্দী করেন।

Advertisements

তবে এই ঘটনাকে নিয়ে নানান কুসংস্কার রয়েছে। অনেকেই মনে করেন এই ঘটনায় সাপের মিলন জড়িয়ে রয়েছে। কিন্তু তা নয়। এই ঘটনা এই বর্ষার মরশুমে লক্ষ্য করা যায়। মূলত দুটি দাঁড়াশ সাপের মধ্যে এই লড়াই হয়ে থাকে। স্ত্রী দাঁড়াশ সাপের উপর অধিকার অর্জন এবং জমি দখলের জন্য এই দুটি সাপের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকে। এর সঙ্গে মিলনের কোন সম্পর্ক নেই বলেই জানিয়েছেন অজয়পুর হাইস্কুলের শিক্ষক তথা জাতীয় বন্যজীবন অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য দীনবন্ধু বিশ্বাস।

Advertisements

দীনবন্ধু বিশ্বাস জানিয়েছেন, “এই ঘটনাকে নিয়ে অনেকের মধ্যেই নানান ধরনের ভুল ধারণা রয়েছে। আবার অনেকেই বলে থাকেন দাঁড়াশ সাপের সাথে খরিস অথবা আলান সাপের এমন মিলন হয়। অনেকেই মনে করেন দাঁড়াশ সাপ কেবলমাত্র পুরুষ সাপ, বাকি অন্যান্য স্ত্রী সাপ। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। প্রত্যেক সাপেরই স্ত্রী-পুরুষ ভাগ রয়েছে এবং তারা নিজেদের মধ্যেই মিলন করেন।”

Advertisements

এই ভিডিওটি যে সময় ক্যামেরাবন্দি করা হচ্ছিল সেই সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে এমন নানান ভুল মন্তব্য শোনা যাচ্ছিল। তবে এই সকল ধারণা সম্পূর্ণ ভুল বলেই জানিয়েছেন দীনবন্ধু বিশ্বাস। পাশাপাশি তিনি এমনটাও জানিয়েছেন, বর্ষার সময় বিভিন্ন জায়গাতে এমন ঘটনা লক্ষ্য করা যায়। এই লড়াই দীর্ঘক্ষণ ধরে চলে। কোন কোন সময় দুই থেকে তিন ঘণ্টা, এমনকি দুই থেকে তিন দিন পর্যন্ত চলতে পারে। সম্পূর্ণ প্রাকৃতিক এই ঘটনার সাথে কোনরকম ভুল ধারণা বা ভুল বিশ্বাস জড়িয়ে দেওয়া ঠিক নয়।

Advertisements