Advertisements

মাছের রঙিন পাখনা, কাতলার মত দেখতে, অবাক ঘটনা নদিয়ায়

Shyamali Das

Updated on:

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন অনেক কিছুই দেখা যায় ভাইরাল হতে। তবে ভাইরাল হওয়া সোশ্যাল মিডিয়ার সেই সকল জিনিসের বাইরেও চোখের সামনে এমন কিছু ঘটনা দেখতে পাওয়া যায়, যা রীতিমতো অবাক করে। সম্প্রতি এমনি ঘটনা ঘটেছে নদীয়ায়।

Advertisements

নদিয়ায় একটি বিরল প্রজাতির মাছের দেখা মিলেছে সম্প্রতি। যে মাছটি অনেকটা কাতলা মাছের মত দেখতে হলেও বহু ক্ষেত্রেই কাতলা মাছের তুলনায় আলাদা। মাছটির বড় বড় পাখনা থাকার পাশাপাশি সেই সকল পাখনা রঙ্গিন। এক মৎস্যজীবীর জালে এই মাছটি ওঠে এবং তিনি বাজারে নিয়ে আসার পর সেই অদ্ভুত মাছটি দেখতে ভিড় জমে বহু মানুষের।

Advertisements

বুধবার সাত সকালে এমন অবাক করা বিরল প্রজাতির মাছটি পাটুলি গঙ্গা থেকে ধরা হয় বলে জানা যাচ্ছে। এরপর ওই মৎস্যজীবী ওই মাছটিকে নিয়ে আসেন বেথুয়াডহরি মাছ বাজারে। সেখানে নিয়ে আসার পর থেকেই ক্রেতারা মাছ কেনার পরিবর্তে এই মাছটি দেখতে ভিড় জমান।

Advertisements

অন্যান্য কাতলা মাছের থেকে এই মাছটির যে সকল আলাদা বিশেষত্ব রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো পাখনাগুলি অনেক বড়। এছাড়াও এই পাখনাগুলির শেষের দিকগুলি রঙিন। যা সচরাচর কাতলা মাছের ক্ষেত্রে দেখা যায় না। যে কারণেই স্থানীয়রা এটিকে বিরল কোন মাছ বলেই মনে করছেন। এমন বিরল মাছ উদ্ধারের পর ওই মাছটিকে আর বিক্রি করেন নি ওই মৎস্যজীবী।

নাকাশি পাড়ার মৎস্যজীবী দীপঙ্কর রাজবংশী জানিয়েছেন, বুধবার সকালে গঙ্গা থেকে মাছটি তিনি বাজারে আসেন। তবে মাছটিকে বাঁচিয়ে রাখার জন্য জলের পাত্রে রাখা হয়। তিনি এই মাছটিকে কেটে বিক্রি না করে পুনরায় গঙ্গায় ছেড়ে দেবেন এমনই সিদ্ধান্ত নেন। সেই মতো তিনি বাজার থেকে পুনরায় মাছটিকে ফিরিয়ে নিয়ে গিয়ে গঙ্গায় ছেড়ে দেন বলেই জানা যায়।

Advertisements