নিজস্ব প্রতিবেদন : ভারতের বাজারে সবচেয়ে সস্তায় চারচাকা গাড়ি এনে বিপ্লব এনে দিয়েছিল টাটা। সবচেয়ে সস্তায় তাদের এই গাড়িটি হলো টাটা ন্যানো। তবে বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে পার হতে হতে একসময় এই গাড়ির প্রস্তুত বন্ধ করে দেওয়া হয়। সেই গাড়ি এবার নতুন অবতারে ইলেকট্রিক ভার্সনে বাজারে এলো।
সম্প্রতি ভারতের বাজারে ইলেকট্রিক গাড়ি চাহিদা দিন দিন বেড়ে চলেছে। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির এবং পরিবেশকে বাঁচানোর জন্য এই ইলেকট্রিক গাড়ির চাহিদা বাড়ছে। সেই সকল চাহিদার দিকে চোখ রেখেই টাটা ন্যানোকে ইলেকট্রিক ভার্সনে লঞ্চ করল সংস্থা। ইলেকট্রিক ভার্সনের এই টাটা ন্যানো গাড়ি প্রথম ডেলিভারি দেওয়া হলো তার প্রাক্তন চেয়ারম্যান রতন টাটাকে।
ই-টাটা ন্যানো গাড়িতে যে সকল সুবিধা রয়েছে সেগুলি হল, ইলেকট্রিক এই গাড়িটি ফোর সিটার অর্থাৎ চারজন বসতে পারবেন। এর রেঞ্জ হলো ১৬০ কিলোমিটার অর্থাৎ একবার চার্জে দেওয়া হলে এই গাড়িটি ১৬০ কিলোমিটার পর্যন্ত দৌঁড়াতে পারবে। এর পাশাপাশি এই গাড়িটি হাই স্পিড গাড়ি হিসাবে পরিগণিত হতে শুরু করেছে। কারণ ঘন্টায় ০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগ তুলতে এই গাড়িতে সময় লাগবে ১০ সেকেন্ডের কম।
এই গাড়িতে ব্যবহার করা হয়েছে লিথিয়াম আয়ন ব্যাটারি। গাড়ির চালককে রিয়্যাল কারের অনুভূতি দেবে এই গাড়ি। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, পরিবেশবান্ধবের কথা মাথায় রেখে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কোথাও কোনো রকম আপস করা হয়নি। এই গাড়িতে ব্যবহার করা হয়েছে ৭২ভি আর্কিটেকচার। টাটা টিগর ইভি-তেও এই একই পাওয়ারট্রেন ব্যবহৃত হয়েছে। তবে ডিজাইনের ক্ষেত্রে আগের গাড়ির তুলনায় অনেক পরিবর্তন আনা হয়েছে।
টাটা সংস্থার এই ইলেকট্রিক ন্যানো গাড়ি সম্পর্কে খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সাধারণ মানুষদের মধ্যে তা নিয়ে চরম কৌতুহল। সোশ্যাল মিডিয়ায় অনেকেই জানিয়েছেন, সংস্থার প্রতি ভরসার পরিপ্রেক্ষিতে এই নতুন ইলেকট্রিক গাড়িটি ভারতীয় বাজার কাঁপাবে।