নিজস্ব প্রতিবেদন : ভারতে যে সকল শিল্পপতি রয়েছেন সেই সকল শিল্পপতিদের মধ্যে অন্যতম একজন শিল্পপতি হলেন রতন টাটা (Ratan Tata)। রতন টাটা এমন একজন শিল্পপতি যিনি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হলেও জীবন কাটান একেবারেই সাধারণভাবে। টাটা গ্রুপের তরফ থেকে প্রতিদিন দেশের মানুষদের প্রয়োজনীয় অধিকাংশ জিনিসপত্র তৈরি করা হলেও এতোটুকু অহংকার নেই টাটা গ্রুপ এবং রতন টাটার।
রতন টাটা অথবা তাদের কারো অর্থ বা শিল্প নিয়ে অহংকার না থাকার পাশাপাশি তারা যে কেবল শিল্প করে অর্থ নিজেদের পকেটে পুড়েন এমনও নয়। তাদের শিল্প থেকে উঠে আসা বিপুল পরিমাণ অর্থের মধ্য থেকে বড় একটি অংশ সমাজসেবার জন্য বিলিয়ে দেন। তাদের এই উদ্যোগের জন্যই দেশের হাজার হাজার মানুষ প্রতিদিন মুমূর্ষু অবস্থা থেকে প্রাণ ফিরে পাচ্ছেন। এছাড়াও সামাজিক কল্যাণে বিভিন্ন খাতে রতন টাটা এবং তার ব্যবসায়িক প্রতিষ্ঠান বিভিন্নভাবে সাহায্য করে থাকে।
টাটা গোষ্ঠী এবং রতন টাটার এমন উদ্যোগের পরিপ্রেক্ষিতে দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় বারবার তিনি সম্মানিত হয়েছেন। বারবার রতন টাটা দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে পেয়েছেন সর্বোচ্চ সম্মান। ঠিক সেই রকমই এবার রতন টাটা নতুন করে একটি সম্মান পেতে চলেছেন ইস্টবেঙ্গল (East Bengal) থেকে। আগামী ইস্টবেঙ্গল দিবসে (East Bengal Day) রতন টাটাকে এই বিশেষ সম্মান দেওয়া হবে ভারতের জনপ্রিয় এই ক্লাবের তরফ থেকে।
ইস্টবেঙ্গল দিবসে প্রতিবছরই বিশেষ বিশেষ ব্যক্তিদের দেওয়া হয় ভারত গৌরব সম্মান। এই বছর ইস্টবেঙ্গল দিবসে কাকে এমন সম্মান দেওয়া হবে তা নিয়ে বিস্তর আলোচনা চলছিল এবং সেই আলোচনায় বেশ কয়েকজনের নাম উঠে আসছিল। ভারত গৌরব সম্মান নিয়ে বেশ কয়েকজনের নামের জল্পনার মাঝেই ক্লাব কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন এই সম্মান রতন টাটাকে দেওয়ার। রতন টাটাকে এমন সম্মান কেন দেওয়া হচ্ছে তার পিছনেও রয়েছে বিশেষ কারণ।
রতন টাটা একজন শিল্পপতি, সমাজসেবী হওয়ার পাশাপাশি ভারতীয় ফুটবলের ক্ষেত্রে তার ভূমিকা রয়েছে অনবদ্য। ভারতে যে সকল ফুটবল অ্যাকাডেমি রয়েছে সেই সকল ফুটবল অ্যাকাডেমির মধ্যে অন্যতম একটি অ্যাকাডেমি হলো টাটা ফুটবল অ্যাকাডেমি। দেশের বহু কৃতি ফুটবলার উঠে এসেছেন এই অ্যাকাডেমি থেকে। এই সকল ফুটবলাররা কলকাতা ছাড়াও দেশের ফুটবল ময়দান দাপিয়ে বেড়াচ্ছেন। আর এসবের পরিপ্রেক্ষিতেই ১ আগস্ট রতন টাটাকে ভারত গৌরব সম্মানে ভূষিত করবে ইস্টবেঙ্গল। যদিও ওই দিন রতন টাটা সশরীরে উপস্থিত হতে পারবেন কিনা তা জানা যায়নি।