নিজস্ব প্রতিবেদন : রেশন কার্ড সম্পর্কিত একাধিক কারচুপি এবং দুর্নীতি রুখে দেওয়ার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের তরফ থেকে রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি কেন্দ্র সরকারের ‘এক দেশ, এক রেশন কার্ড’ পশ্চিমবঙ্গে লাগু হয়ে যাওয়ায় রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক অত্যন্ত জরুরী।
রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করার এই প্রক্রিয়া কিছুদিন আগে পর্যন্ত অনলাইনে করা গেলেও সম্প্রতি রাজ্য সরকারের খাদ্য দপ্তরের ওয়েবসাইট থেকে তা আর করা যাচ্ছে না। রেশন কার্ডের সাথে অনলাইনে আধার লিঙ্ক করার সময় গ্রাহকদের একাধিক অসুবিধার সম্মুখীন হওয়ার কারণেই এই ব্যবস্থা আপাতত তুলে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে যাতে আরও সহজে এই লিঙ্ক করা যায় তার ব্যবস্থা করেছে রাজ্য সরকার।
রাজ্য সরকারের খাদ্য দপ্তরের ওয়েবসাইটে উল্লেখ করে দেওয়া হয়েছে, ‘আপনার ডিজিটাল রেশনকার্ডের সাথে আধার এবং মোবাইল নম্বর সংযুক্তিকরণের জন্য অনুগ্রহ করে আপনার সংশ্লিষ্ট রেশন দোকানে আধার কার্ড এবং রেশন কার্ড নিয়ে গিয়ে আঙ্গুলের ছাপ দিয়ে সংযুক্ত করান। অথবা পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য এবং সরবরাহ দফতরের দ্বারা নিযুক্ত Webel Technology Limited-র সারভেয়ারদের কাছে আঙ্গুলের ছাপ দিয়ে রেশন কার্ডের সঙ্গে আধার এবং মোবাইল নম্বর সংযুক্ত করাতে পারেন। এই সারভেয়াররা বর্তমানে দরজায় দরজায় গিয়ে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করাচ্ছেন।’
অর্থাৎ রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী এখন কোন গ্রাহক তার রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করাতে চাইলে তাকে রেশন দোকানে গিয়ে অথবা Webel Technology Limited-র দ্বারা নিযুক্ত কর্মীদের কাছেই আঙ্গুলের ছাপ দিয়ে আধার লিঙ্ক করাতে হবে। উল্লেখ্য, এই সকল কর্মীরা অর্থাৎ Webel Technology Limited-র কর্মীরা বর্তমানে পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে এই সংযুক্তিকরণের কাজ করে দিচ্ছেন।